For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাগরিতে ক্ষোভের আগুনে দাঁড়িয়ে অভিযোগ শুনলেন মন্ত্রী, মালিককে গ্রেফতারের নির্দেশ

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে ক্ষোভ প্রদর্শন করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ শুনে বাগরির মালিককে গ্রেফতারির নির্দেশ দিলেন ফিরহাদ।

  • |
Google Oneindia Bengali News

বাগরি মার্কেটের আগুন নেভেনি এখনও। এখনও নেভেনি বাগরি মার্কেটের ব্যবসায়ীদের মনের আগুনও। তাই মন্ত্রীকে দেখেই ক্ষোভ উগরে দিলেন তাঁরা। সোমবার অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েচিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে ঘিরে ক্ষোভ প্রদর্শন করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ শুনে বাগরির মালিককে গ্রেফতারির নির্দেশ দিলেন ফিরহাদ।

বাগরিতে ক্ষোভের আগুনে দাঁড়িয়ে অভিযোগ শুনলেন মন্ত্রী, মালিককে গ্রেফতারের নির্দেশ

এদিন মন্ত্রী ফিরহাদের সামনেই বাগরির মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ব্যবসায়ীরা। মালিককে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। এছাড়াও জলের লাইন-সহ নানাবিধ অভিযোগ জানান। জলের লাই করার জন্য তাঁদের কাছে থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয় বলেও অভিযোগ জানান বাগরির ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের কাছে নানাবিধ অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকেই পুরমন্ত্রী ওসিকে নির্দেশ দেন মালিককে গ্রেফতারের। ব্যবসায়ীদের আশ্বাস দেন, এফআইআর দায়েরের পরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাগরির ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্য সরকারের পক্ষ থেকেও।

এদিন দুপুরে বাগরির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন পুরমন্ত্রী। তাঁকে দেখেই ছুটে আসেন ব্যবসায়ীরা। কেউ কান্নায় ভেঙে পড়েন। কারও ক্ষোভের বহিঃপ্রকাস ঘটে। কেউ অভিযোগ উগরে দেন বাগরি মার্কেটের মালিকের বিরুদ্ধে। তখনই মন্ত্রীর তরফে নির্দেশ আসে মালিককে অবিলম্বে গ্রেফতারের। এফআইআর করে আইননানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

[আরও পড়ুন:বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ! দিল্লিতে গ্রেফতার আরএসএস নেতা][আরও পড়ুন:বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ! দিল্লিতে গ্রেফতার আরএসএস নেতা]

সোমবারও দাউ দাউ জ্বলছে বাগরি মার্কেট। বিভিন্ন পকেট থেকে আগুন ছড়িয়ে পড়ছে। তার উপর দেখা দিয়েছে জলসংকট। কেননা শনিবার রাত আড়াইটে থেকে আগুন জ্বলছে। সমানে চলছে জলের জোগান। সেই জোগানও বিভিন্ন ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে। ফলে আগুন নেভানো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। জলের ব্যবস্থা করতে করতে বিভিন্ন পকেটে আগুন বিধ্বংসী রূপ নিচ্ছে।
রাতভর দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

[আরও পড়ুন:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিজেপি নেত্রীর অভিযোগ আরএসএস নেতার বিরুদ্ধে, দেখুন ভিডিও][আরও পড়ুন:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিজেপি নেত্রীর অভিযোগ আরএসএস নেতার বিরুদ্ধে, দেখুন ভিডিও]

তাঁদের সঙ্গে মন্ত্রী, সরকারি আধিকারিকরাও উপস্থিত থেকে অগ্নিনার্বাপনের কাজে তদারকি করছেন। লাগাতার মন্ত্রী-আমলারা রয়েছেন দমকলকর্মীদের পাশে। আগুনের সঙ্গে যুদ্ধ চলছেই। কিন্তু ধ্বংসের হাত থেকে বাগরিকে রক্ষা করা এখন দুরুহ হয়ে দাঁড়িয়েছে।

English summary
Minister Firhad Hakim orders to police to arrest Bagri Market owner. Traders of Bagri Market shows agitation to Minister Firhad Hakim,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X