For Quick Alerts
For Daily Alerts
ব্যস্ত সময়ে মেট্রো চলাচলে বিঘ্ন! ট্রেন চলছে শুধু ডাউন লাইন দিয়ে
ব্যস্ত সময়ে মেট্রো চলাচলে বিঘ্ন। সূত্রের খবর অনুযায়ী, একটি নন এসি রেকে যান্ত্রিক গোলযোগের জেরে নিউ গড়িয়া থেকে শুধুমাত্র ডাউন লাইন দিয়ে মেট্রো চলাচল জারি রখা হয়েছে। পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ফের নন এসি মেট্রো রেকে যান্ত্রিক সমস্যা। সূত্রের খবর অনুযাযী, দমদম থেকে নিউ গড়িয়াগামী একটি রেক নিউ গড়িয়ায় লাইন পরিবর্তনের সময় গোলযোগের মুখে পড়ে। ডাউন ও আপ লাইনের সংযোগস্থলে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ফলে সেই সময় আপলাইনে ট্রেন যেতে পারেনি। ডাউন লাইনে যাওয়া পরবর্তী ট্রেনকে ডাউন লাইন দিয়েই আপের দিকে অর্থাফ নিউ গড়িয়া থেকে দমদমের দিকে চালানো হয়।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ২০ মিনিট পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।