সজল কাঞ্জিলালের মতো মৃত্যু আটকাতে দায়িত্ব যাত্রীদেরই! সতর্ক না হলেই বড় অঙ্কের জরিমানা
মেট্রো রেলের সুরক্ষায় দায় নিতে হবে যাত্রীদেরই। আর সতর্ক না হলে গুণতে হবে বড় অঙ্কের জরিমানা। পরিষ্কার করে বলতে গেলে কেউ যদি সজল কাঞ্জিলালের মতো জোর করে মেট্রোয় ওঠার চেষ্টা করেন, তাহলে জরিমানা আদায় করবে মেট্রো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে জরিমানা দিতে হবে ৫০০ টাকা করে। সজল কাঞ্জিলালের মৃত্যুর পর অন্তত একজনের কাছ থেকে এই ধরনের জরিমানা আদায় করে হয়েছে বলে জানা গিয়েছে।

শেষ সময়ে মেট্রো স্টেশনে পৌঁছনোই হোক, কিংবা ভিড়ে ঠাসা মেট্রো, দরজা বন্ধ হওয়ার সময় হাত কিংবা পা ঢুকিয়ে দিয়ে অনেকেই উঠে পড়তে চান। কিন্তু সেরকমটা করতে গিয়েই প্রৌঢ় সজল কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। এবার সেই ধরনের ঘটনা আটকাতে চায় মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে নজরদারিও শুরু হয়ে গিয়েছে। একজনের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়েছে বলে সূত্রের খবর। এক্ষেত্রে সরাসরি স্টেশন মাস্টারের ঘর থেকে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সব স্টেশনে নির্দেশিকাও পৌঁছে গিয়েছে।
স্টেশনে যাত্রী সুরক্ষার ব্যাপারে আরপিএফকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে বলেও সূত্রের খবর।
শেষ মুহুর্তে পার্কস্ট্রিট স্টেশন থেকে সজল কাঞ্জিলালের ওঠার চেষ্টা এবং পরবর্তী সময়ে থার্ডলাইনের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ অনেক কিছুতেই অত্যন্ত উদাসীন মেট্রো কর্তৃপক্ষ। যদিও তা মানতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের আশা জরিমানা আরোপ করেই সজল কাঞ্জিলালের মতো মৃত্যুর ঘটনাকে রোধ করা যাবে।