For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষতিপূরণ দেবে রেলও, মমতার পর নিহত ঠিকাকর্মীদের পরিবারের পাশে মেট্রো কর্তৃপক্ষ

মাঝেরহাট সেতু বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। আগেই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য সরকার।

Google Oneindia Bengali News

মাঝেরহাট সেতু বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। আগেই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার মৃত দুই ঠিকাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার রেলের তরফে জানানো হয়েছে, মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃত দুই মেট্রো রেলের ঠিকাকর্মীর পরিবারকে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

ক্ষতিপূরণ দেবে রেলও, মমতার পর নিহত ঠিকাকর্মীদের পরিবারের পাশে মেট্রো কর্তৃপক্ষ

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গাড়ি-সহ মাঝেরহাট ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রেল লাইনের ধারে। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত ১১ জন ভর্তি রয়েছেন গুরুতর আহত অবস্থায়। প্রথম দিনে এক জনের মৃত্য়ুর খবর মিলেছিল। পরে ধ্বংসাবশেষ সরানোর পর দুটি দেহ উদ্ধার হয়। সেই দুই দেহই মেট্রোর ঠিকাকর্মীর।

[আরও পড়ুন: মাঝেরহাটের পর ফাঁসিদেওয়া! ভাঙল সেতু, সংস্কারের অভাবের অভিযোগ স্থানীয়দের][আরও পড়ুন: মাঝেরহাটের পর ফাঁসিদেওয়া! ভাঙল সেতু, সংস্কারের অভাবের অভিযোগ স্থানীয়দের]

মাঝেরহাটের ওই ব্রিজ সংলগ্ন এলাকায় মেট্রো রেলের কাজ চলছিল। ব্রিজের নিচে খালের ধার বরাবর ঠিকাকর্মীরা ঝুপড়ি করে ছিলেন। দিনের ব্যস্ত সময়ে প্রায় সবাই কাজে ছিলেন, শুধু যাদের নাইট ডিউটি ছিল, তাঁরাই বিশ্রাম নিচ্ছিলেন ঝুপড়িতে। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। ফলে মেট্রোর ওই দুই ঠিকাকর্মী চাপা পড়ে যান।

[আরও পড়ুন:গভীর নিম্নচাপ সরছে পশ্চিম দিকে! দিঘা-সহ দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী, দেখুন ভিডিও][আরও পড়ুন:গভীর নিম্নচাপ সরছে পশ্চিম দিকে! দিঘা-সহ দক্ষিণবঙ্গের পরিস্থিতি কী, দেখুন ভিডিও]

ব্রিজ গর্ত করে ভিতরে ঢুকে উদ্ধারকারীরা জানার চেষ্টা চালান কেউ আটকে রয়েছে কি না। তখনই তাঁরা আভাস পেয়েছিলেন- কেউ আটকে রয়েছে। সেইমতো স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু হয়। উদ্ধারকার্য চলাকালীন বুধবার ও বৃহস্পতিবার দুজনের দেহ উদ্ধার হয়। দুইজনেই মেট্রোরেলের ঠিকাকর্মী।

[আরও পড়ুন: বিজেপি বিধায়কের জিভ কাটার পুরস্কার ৫ লক্ষ ! প্রাক্তন মন্ত্রীর বয়ানের ভিডিও ভাইরাল ][আরও পড়ুন: বিজেপি বিধায়কের জিভ কাটার পুরস্কার ৫ লক্ষ ! প্রাক্তন মন্ত্রীর বয়ানের ভিডিও ভাইরাল ]

এই দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফর থেকেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান তিনি। মেট্রো রেল ওই দুই ঠিকাকর্মীর পরিবারের সঙ্গীন অবস্থার কথা চিন্তা করে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে রেল।

English summary
Metro Rail Authority announces compensation in Majherhat Bridge accident. Mamata Banerjee announces compensation before rail.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X