For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচন থেকে পিয়ারলেস, সংবাদমাধ্যমকে মারধরের রেওয়াজ অব্যাহত, দেখুন গুণ্ডামির ভিডিও

পিয়ারলেস হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম। ভেঙে দেওয়া হল ক্য়ামেরা। জখম বেশ কয়েক জন সাংবাদিক।

Google Oneindia Bengali News

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে সংবাদমাধ্যমের উপরে হওয়া আক্রমণ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। উঠেছে নিন্দার ঝড়। কিন্তু সংবাদ সংগ্রহে যাওয়া নিরীহ সংবাদিকদের দল যে মারধরের পক্ষে কতটা সহজ শিকার তার প্রমাণ ফের মিলল। এবার ঘটনাস্থল পিয়ারেলস হাসপাতাল। সংবাদসংগ্রহে বাধা দিতে প্রথমে গুড়িয়ে দেওয়া হল ক্যামেরা। এই ঘটনার মধ্যেই আহত হলেন বেশ কয়েকজন প্রতিবেদক ও চিত্রসাংবাদিক। এর মধ্যে কয়েকজন রক্তাক্তও হয়েছেন।

তেড়ে এল হাত, তাণ্ডবে ভাঙল ক্যামেরা, ফাটল কপাল

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। পিয়ারলেস হাসপাতেল নার্সিং হস্টেলে তৃতীয় বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর আসতেই খবর সংগ্রহে সেখানে যায় সংবাদমাধ্যম। তৃতীয় বর্ষের ছাত্রী রিঙ্কি ঘোষের মৃত্যু নিয়ে যথেষ্টই উত্তপ্ত ছিল পরিস্থিতি। নার্সিং হস্টেলের ছাত্রীরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনেই ছাত্রীদের সঙ্গে বাদানুবাদ চলছিল নিরাপত্তারক্ষীদের।

নার্সিং হস্টেলের সামনে দাঁড়িয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করছিলেন চিত্র সাংবাদিকরা। ছিলেন প্রতিবেদকরা। এমনই সময় ধেয়ে আসে আক্রমণ। ছবি কেন তোলা হচ্ছে এই নিয়ে সংবাদমাধ্যমকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন নিরাপত্তারক্ষীরা। সংবাদমাধ্যমের নীতি মেনে সাংবাদিকরা তাঁদের কাজ চালিয়ে যেতে থাকেন। এরপরই নিরাপত্তারক্ষীরা চড়াও হয়ে চিত্রসাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা এক এক করে ভেঙে দেন। এরপর শুরু হয় মারধর। এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর জখম হন। এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিকের কপাল ফেটে যায়। পরে এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানান কেউ কেউ। যদিও উত্তেজিত ছাত্রীদের হস্তক্ষেপে রণে ভঙ্গ দেন মারমুখী নিরাপত্তারক্ষীরা। জখম সাংবাদিকদের কয়েক জনকে পরে ব্যান্ডেজও করাতে হয়।

English summary
Again another attack on media persons. This time the attack is happened in Peerless Hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X