For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাথরুমে স্নান করলে কি জল জমে না! কলকাতায় জমা জল নিয়ে আর যা বললেন মেয়র পারিষদ

বর্যাকালে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে জল জমবে। এটাই স্বাভাবিক। কলকাতায় জমা জল নিয়ে এমনটাই মন্তব্য করেছেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং।

  • |
Google Oneindia Bengali News

বর্যাকালে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে জল জমবে। এটাই স্বাভাবিক। কলকাতায় জমা জল নিয়ে এমনটাই মন্তব্য করেছেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। এপ্রসঙ্গে তাঁর প্রশ্ন, বাথরুমে স্নান করলে জল জমে না? জল নামতে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। জনগণকে ১০০ শতাংশ সন্তুষ্ট করার ক্ষমতা তাদের নেই বলে মন্তব্য করেছেন তিনি।

বাথরুমে স্নান করলে কি জল জমে না! কলকাতায় জমা জল নিয়ে আর যা বললেন মেয়র পারিষদ

মৌসুমী বায়ুর প্রভাব পড়তেই জলযন্ত্রণা কলকাতায়। অনেকেরই প্রশ্ন পুরসভা কি কোনও কাজই করছে না। তবে এবিষয়ে নিজের মতো করেই উত্তর দিয়েছেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। তিনি বলেছেন, পুরসভা প্রস্তুত থাকলেও, অত্যধিক বৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বর্ষায় কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা কাজ করে বলে জানিয়েছেন মেয়র পারিষদ তারক সিং। তাঁর কথায়, যদি ঘণ্টায় ২০ মিলিমিটার করে ২ ঘণ্টা বৃষ্টি হয়, তাহলে জল ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নেমে যাবে। তবে তার থেকে বেশি হলে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। মেয়র পারিষদ বলেছেন একটানা অনেকক্ষণ বৃষ্টি হলেই সমস্যা তৈরি হয়। তাছাড়া ধাপে ধাপে বৃষ্টি হলে, কোনও অসুবিধায় হয় না।

মেয়র পারিষদ তারক সিং-এর দাবি, আগে কলকাতার রাস্তায় জল জমলে তা তিন-চারদিন ধরে থাকত। তবে এখন সেই সমস্যা নেই বলে দাবি করেছেন তিনি।

English summary
Mayor in Council Tarak Singh says, if it is rains, water will be logged in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X