For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘদিন পরে ফের মহামিছিল বামেদের, শুক্রবার শহর অচল হওয়ার আশঙ্কা

দিন কয়েক ধরে রাজ্য জুড়ে জাঠা-পদযাত্রার পর শুক্রবার শহরে মহামিছিল। এই মহামিছিলের জেরে সহর অচল হওয়ার সম্ভাবনা। মিছিল হবে শহরের একাধিক রাস্তায়।

  • |
Google Oneindia Bengali News

দিন কয়েক ধরে রাজ্য জুড়ে জাঠা-পদযাত্রার পর শুক্রবার শহরে মহামিছিল। এই মহামিছিলের জেরে সহর অচল হওয়ার সম্ভাবনা। মিছিল হবে শহরের একাধিক রাস্তায়।

দীর্ঘদিন পরে ফের মহামিছিল বামেদের, শুক্রবার শহর অচল হওয়ার আশঙ্কা

ভোটপ্রাপ্তির নিরিখে এখন রাজ্যে তৃণমূলের পরেই রয়েছে বিজেপি। কিন্তু জনসমাগমের নিরিখে বিজেপির লালবাজার অভিযানকে টেক্কা দিয়েছিল বামেরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেখানে অস্তিত্ব রক্ষার লড়াই।

গত কয়েকদিনে রাজ্য জুড়ে মাঠে ময়দানে বামেদের শীর্ষ নেতৃত্ব। বেঙ্গল প্ল্যাটফ্রম অফ মাস অর্গানাইজেশন বা বিপিএমও-র ব্যানারে জেলায় জেলায় হয়েছে মিছিল। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম বিভিন্ন জেলায় গিয়ে মিছিলের নেতৃত্ব দিয়েছেন। বাম সূত্রর দাবি, বেশ কিছু জায়গায় অপ্রত্যাশিত ভাবে ভালো লোক সমাগম হয়েছে মিছিলগুলিতে। তবে কিছু কিছু জায়গায় লোকের অভাবও ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বামেরা মিছিল করতে পেরেছে খেজুরি, নন্দীগ্রাম, গড়বেতা, খানাকুলের মতো জায়গাতেও। আর এতেই উৎসাহিত বাম নেতৃত্ব। দলের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার ডাক দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জেলায় জেলায় মিছিলে থাকা বামেদের শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকেই দেখা যাবে কলকাতার মিছিলে।

জেলায় জেলায় মিছিলের পর এবার শুক্রবার শহরে মিছিল। মিছিল শুরু হবে দুপুর একটায়।

দীর্ঘদিন পরে ফের মহামিছিল বামেদের, শুক্রবার শহর অচল হওয়ার আশঙ্কা

দীর্ঘদিন পরে ফের মহামিছিল বামেদের, শুক্রবার শহর অচল হওয়ার আশঙ্কা

বেঙ্গল প্ল্যাটফ্রম অফ মাস অর্গানাইজেশন বা বিপিএমও-র আহ্বায় শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের প্রাথমিক লক্ষ্য ২৫ হাজার মানুষের মিছিল করা। মিছিলে লোক আসবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ থেকে।

English summary
Mass rally from left parties will be held in Kolkata on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X