For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দেওয়ার ১ সপ্তাহের মধ্যে 'মতবদল'! ইস্তফা দিতে চেয়ে চিঠি মনিরুল ইসলামের

ইস্তফা দিতে চেয়ে চিঠি দিয়েছেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। গত বুধবারে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Google Oneindia Bengali News

ইস্তফা দিতে চেয়ে নাকি চিঠি দিয়েছেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। গত বুধবারে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপরেই বীরভূম জেলা বিজেপিতে শোরগোল শুরু হয়। এম বিতর্কিত নেতাকে কেন দলে নেওয়া হল, সেই প্রশ্ন উঠতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতেই মনিরুল ইসলামের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন একাধিক আরএসএস ঘনিষ্ঠ বিজেপি নেতা।

বিজেপিতে যোগ দেওয়ার ১ সপ্তাহের মধ্যে মতবদল! ইস্তফা দিতে চেয়ে চিঠি মনিরুলের

এদিন মুকুল রায় জানিয়েছেন, মনিরুল ইসলাম ইস্তফা দিতে চেয়েছেন। তবে তা দলীয়স্তরে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মনিরুলকে দলে জায়গা দেওয়া নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মুকুল রায় বলেছেন, মনিরুল ইসলাম জানিয়েছেন, দল অসুবিধায় পড়লে তিনি ইস্তফা দিতে তৈরি।

বুধবার লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এছাড়াও বিজেপিতে যোগ দিয়েছিলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। ওইদিন বিজেপিতে যোগ দেন যুব তৃণমূলের মহঃ আসিফ ইকবাল এবং নিমাই দাসও।

বাংলার উন্নয়নের জন্য এইসব নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আগামী দিনে আরও সংখ্যালঘু বিধায়ক এবং সাংসদও বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছিলেন তিনি।

English summary
Manirul Islam wants to give resignation from party, says BJP leader Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X