For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাগামছাড়া বিলগ্নিকরণের বিরোধিতা! দলের শ্রমিক সংগঠনের সভায় প্রধান বক্তা মমতা

কেন্দ্রের বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার দুপুরে সুর চড়াতে চলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার দুপুরে সুর চড়াতে চলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ বিভিন্ন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে সরব হওয়া আইএনটিটিইউসির ডাকে নেতাজি ইন্ডোরে সমাবেশ। তাতে যোগ দেবেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী থেকে অফিসার, সবাই। একসময়ে রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক সংগঠনের ওপরে বামদলগুলির নিয়ন্ত্রণ থাকলেও, বর্তমানে তা প্রায় নেই বললেই চলে।

মোদী সরকারের সিদ্ধান্ত

মোদী সরকারের সিদ্ধান্ত

মোদী সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার ব্যাপারে। এছাড়াও, রাষ্ট্রায়ত্ত বিপিসিএল, কন্টেনার কর্পোরেশন, ভারত আর্থ মুভার্স লিমিটেড-সহ বিভিন্ন সংস্থার শেয়ার বেচে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাতেও শেয়ারের পরিমাণ কমাতে চায় মোদী সরকার।

তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানারে সভা

তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্যানারে সভা

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্যানারে নেতাজি ইন্ডোরে সোমবার দুপুরে সভা হতে চলেছে। মোদী সরকারকে শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী তকমা দিয়ে এই সভা হতে চলেছে। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, কেন্দ্রীয় সরকার লাগামছাড়া বিলগ্নিকরণের রাস্তায় হাঁটার চেষ্টা শুরুর পর থেকেই বিরোধিতায় নেমেছে তৃণমূল।

শ্রমিকদের নিয়ে তৃণমূলের কর্মসূচি

শ্রমিকদের নিয়ে তৃণমূলের কর্মসূচি

সংসদে গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড নিয়ে বিলগ্নিকরণের বিরুদ্ধে সরব হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্য সাংসদরা। পাশাপাশি বিএসএনএল-এর অস্থায়ী কর্মীদের জন্যও রাস্তায় নেমেছিল তৃণমূল। কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদে অনশনেও বসেছিল তারা।

English summary
Mamata Banerjee will attend INTTUC meeting at Netaji Indore against Disinvestment Policy of Modi Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X