For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গকে ‘বাংলা’ করার উদ্যোগ জারি মমতার, বিধানসভায় পেশ হবে নয়া প্রস্তাব

বাংলা এখনও পশ্চিমবঙ্গই। স্বরাষ্ট্রমন্ত্রকে প্রস্তাব পেশ করেও কেন্দ্রের সাড়া না মেলায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্র বাংলা-হিন্দি-ইংরেজিতে একই নাম চেয়ে আগের প্রস্তাব খারিজ করে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলা এখনও পশ্চিমবঙ্গই। স্বরাষ্ট্রমন্ত্রকে প্রস্তাব পেশ করেও কেন্দ্রের সাড়া না মেলায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্র বাংলা-হিন্দি-ইংরেজিতে একই নাম চেয়ে আগের প্রস্তাব খারিজ করে দিয়েছে। উঠেছে বাংলাদেশের সঙ্গে বাংলা নামের মিলে কূটনৈতিক সমস্যার তত্ত্বও। এবার তাই নতুন করে বিধানসভায় বাংলা নামের প্রস্তাব পেশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গকে ‘বাংলা’ করার উদ্যোগ জারি মমতার, বিধানসভায় পেশ হবে নয়া প্রস্তাব

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নামের পরিবর্তন করে বাংলা করা নিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হবে। ১৭৯ ধারায় প্রস্তাবটি গৃহীত হতে চলেছে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম শব্দটি মুছে ফেলে বাংলা রাখার প্রস্তাব পাস হয় রাজ্য মন্ত্রিসভায়। তা বিধানসভায় পাস হওয়ার পর পাঠানে হয় দিল্লিতে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক প্রস্তাবটি কারিজ করে দেয়।

গতবছর মার্চে মুখ্যমন্ত্রীর নির্দেশেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখছিলেন মুখ্যসচিব। জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের নাম বদলে যদি কেন্দ্রের কোনও অসুবিধা থাকে, তবে তা জানাক। সেইমতোই পদক্ষেপ নেবে তাঁর সরকার। ২০১৬ সালের ২৯ আগস্ট বিধানসভায় পশ্চিমবঙ্গের 'বাংলা'য় বদলের যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তা স্বরাষ্ট্রমন্ত্রক খারিজ করে দেয়।

[আরও পড়ুন: বঙ্গে বিজেপি 'দূরবর্তী দ্বিতীয়' সিপিএমের ভোটে, 'মানসিকতা পরিবর্তনে'র বার্তা চন্দনের][আরও পড়ুন: বঙ্গে বিজেপি 'দূরবর্তী দ্বিতীয়' সিপিএমের ভোটে, 'মানসিকতা পরিবর্তনে'র বার্তা চন্দনের]

ফলে পশ্চিমবঙ্গের বাংলা প্রাপ্তি হয়নি। তখন প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলা ভাষায় পশ্চিবঙ্গের নাম হবে 'বাংলা', ইংরেজিতে 'বেঙ্গল' ও হিন্দিতে 'বঙ্গাল'। এই নাম পরিবর্তনে প্রশাসনিক সুবিধা পাবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ফোন জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। তারপরও খারিজ হয়ে যাওয়ায়, ফের নতুন করে শুরু হল পশ্চিমবঙ্গকে বাংলা করার উদ্যোগ।

[আরও পডুন: কোন জাদু-দণ্ডে ৪২-কে ২৭২ করবেন 'একা' মমতা! রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর][আরও পডুন: কোন জাদু-দণ্ডে ৪২-কে ২৭২ করবেন 'একা' মমতা! রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর]

English summary
CM Mamata Banerjee takes new initiative to change the name of West Bengal. She wants to change the name to Bangla fron West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X