For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ লক্ষ ২০ হাজার কোটির লগ্নি প্রস্তাব বাংলায়! ২০ লক্ষ কর্মসংস্থানের আশায় মমতা

এখন লক্ষ্য এই বিপুল লগ্নি প্রস্তাবকে বাস্তবে পরিণত করা। তাহলেই গড়ে উঠবে সোনার বাংলা। আমরা বিশ্ববঙ্গ সম্মেলনে সেই সদর্থক সাড়া পেয়েছি।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল লগ্নি প্রস্তাবে আশার আলো দেখছে বাংলা। বুধবার নিউটাউনের কনভেনশন সেন্টারে সম্মেলনের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'রাজ্যে ২ লক্ষ্য ১৯ হাজার ৯২৯ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। মোট ১১০টি মউ স্বাক্ষর হয়েছে। এখন লক্ষ্য এই বিপুল লগ্নি প্রস্তাবকে বাস্তবে পরিণত করা। তাহলেই গড়ে উঠবে সোনার বাংলা। আমরা বিশ্ববঙ্গ সম্মেলনে সেই সদর্থক সাড়া পেয়েছি। যার ফলে রাজ্যে ২০ লক্ষ কর্মসংস্থান হতে পারে।'

২ লক্ষ ২০ হাজার কোটির লগ্নি প্রস্তাব বাংলায়! ২০ লক্ষ কর্মসংস্থানের আশায় মমতা

[আরও পড়ুন:সভাপতির বিরুদ্ধে বিদ্রোহে পদত্যাগের হিড়িক বিজেপিতে, এবার কারা চললেন তৃণমূলে][আরও পড়ুন:সভাপতির বিরুদ্ধে বিদ্রোহে পদত্যাগের হিড়িক বিজেপিতে, এবার কারা চললেন তৃণমূলে]

প্রথম দিনেই বিশ্ববঙ্গ সম্মেলনের সুর বেঁধে দিয়েছিলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তিনি বাংলার জন্য যে আশার আলো ছড়িয়েছিলেন, সেই আলোতেই যুক্ত হয়েছে আরও রংবেরংয়ের রোশনাই। ফলে এবার বিশ্ববঙ্গ সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেরার সেরা তকমা পেয়েছে।

আম্বানি-জিন্দলদের পর আদানি গোষ্ঠীও রাজ্যে বিপুল বিনিয়োগ করতে আগ্রহী। এদিন আদানি গোষ্ঠার প্রণব আদানি বলেন, 'ইতিমধ্যে তাঁরা ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এবার এর দ্বিগুণ বিনিয়োগ করতে আগ্রহী। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলায় এই টাকা বিনিয়োগ করবেন তাঁরা। আবাসন শিল্পে তাঁরা এই বিনিয়োগ করতে চান।'

এরপরই সমাপ্তী ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কম কথা বলি, কাজ বেশি করি। সেই লক্ষ্যেই বাংলাকে বেস্ট বেঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার সদর্থক প্রভাব যে পড়েছে, তা এবার বিশ্ববাংলা সম্মেলনই প্রমাণ করে দিয়েছে। যেমন বিপুল সাড়া পাওয়া গিয়েছে, তেমনই দেশ-বিদেশের প্রথম সারির শিল্পপতিরা বাংলায় আসার আশ্বাস দিয়েছেন।'

তিনি বলেন, 'এই দু'দিনে বিশ্ববাংলা সম্মেলন থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গিয়েছে। তা বাস্তবায়িত সোনার বাংলা গড়ে উঠবে। বিপুল কর্মসংস্থান হবে।' সব শিল্প বাস্তবায়িত হলে অন্তত ২০ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'বাংলায় ল্যান্ড ব্যাঙ্ক আছে, শিল্প-জমিনীতি রয়েছে, ফলে শিল্পপতিরা বাংলায় এলে তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কোনও সমস্যাই হবে না।'

এদিন মমতা ফের একবার জানিয়ে দিয়েছেন, বাণিজ্যের জন্য কেন বাংলা এখন আদর্শ। কেন এই বাংলার স্লোগান বেঙ্গল মিনস বিজনেস। তার ব্যাখ্যা দিয়েই তিনি বলেন, 'বাংলা এ্খন শিল্পবান্ধবে এক নম্বর হয়েছে, এছাড়া ই-টেন্টার, ই-গভর্ন্যান্সেও আমরা এক নম্বর। আর এখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ভৌগলিক পরিবেশ সবই অনুকূল।' তাই আরও একবার দেশ-বিদেশের প্রথম সারির শিল্পপতিদের উদ্দেশ্য বাংলায় আসার বার্তা দেন মমতা। সবাইকে আমন্ত্রণ জানান আগামী বছরের বিশ্ববঙ্গ সম্মেলনে। বলেন, আপনারা ছাড়া এই সম্মেলন সফল হবে না।

English summary
Mamata Banerjee now hopes that 20 lacs employment can be in Bengal for huge investment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X