For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ‘ব্ল্যাক’ প্রতিবাদ, অসমে পাঁচ বাঙালি নিধনে বিজেপি হটাও গর্জন বাংলায়

অসমের গণহত্যা দেশের ইতিহাসে কালো দিন। তার প্রতিবাদে গর্জে উঠতে প্রোফাইল হল কালো। একইসঙ্গে পথে নামছে তৃণমূল। পথে নামছে বাংলা।

Google Oneindia Bengali News

অসমে পাঁচ বাঙালির নির্মম হত্যাকাণ্ডে শুধু তীব্র প্রতিক্রিয়া জানিয়েই ক্ষান্ত নন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর অফিসিয়াল ফেসবুক ও টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার কালো করে নীরব প্রতিবাদও জানান। প্রকারান্তরে তিনি বুঝিয়ে দেন, অসমের গণহত্যা দেশের ইতিহাসে কালো দিন। তার প্রতিবাদে গর্জে উঠতে পথে নামছে তাঁর দল। পথে নামছে বাংলা।

মমতার নীরব প্রতিবাদ

মমতার নীরব প্রতিবাদ

বৃহস্পতিবার রাতে অসমের তিনসুকিয়া জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় অসমের পাঁচ বাঙালির। তারপরই প্রতিবাদে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়েপর টুইটার হ্যান্ডের প্রোফাইল পিকচার বদলে যায় অচিরেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে প্রোফাইল পিকচারের জায়গা কালো করে দেওয়া হয়।

ফেসবুকেরও প্রোফাইল ব্ল্যাক

ফেসবুকেরও প্রোফাইল ব্ল্যাক

একইভাবে টুইটারের মতো ফেসবুক প্রোফাইলও আপডেট করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বদলে যায় ফেসবুকেও। ছবির জায়গা কালো করে দেওয়া হয়। এভাবে প্রোফাইল পিকচার আপডেট করে নীরব প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।

মমতার সরব প্রতিবাদ

মমতার সরব প্রতিবাদ

বৃহস্পতিবার রাতে তিনি তীব্র প্রতিক্রিয়ায় জানান, ঘটনার প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাংলা জুড়ে ধিক্কার জানানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উত্তরবঙ্গে সফরে। তাই এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর থেকে প্রতিবাদ জানিয়েছিলেন, যেখান থেকেই বাঙিল খেদাও হোক না কেন বাংলা তাঁদের পাশে থাকবে।

মমতার টুইট-গর্জন

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, অসম থেকে ভয়াবহ খবর পাচ্ছি, তিনসুকিয়ায় বর্বরোচিত হামলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। এনআরসি-র জেরেই কি এই হত্যাকাণ্ড? প্রশ্ন্ তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, অসমে এনআরসি-তে ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ দেওয়া হয়।

দ্রুত শাস্তির দাবি

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারের মাধ্যেমে প্রতিবাদে গর্জে উঠে জানান, নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। এই ঘটনায় আততায়ীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ না আততায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, তৃণমূলের প্রতিবাদ চলবে।

অভিষেকের নেতৃত্বে প্রতিবাদ

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, অসমের ঘটনার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুক্রবার থেকেই শুরু হচ্ছে প্রতিবাদ। শুক্রবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হবে।

রাজ্যজুড়ে প্রতিবাদ

শুধু কলকাতার বুকেই নয়, রাজ্যজুড়েই প্রতিবাদে সরব হবে তৃণমূল। কলকাতা থেকে শিলিগুড়ি রাজ্যের সমস্ত শহর, জেলা সদর, ব্লকে ব্লকে বিক্ষোভ চলবে। স্থানীয় নেতৃত্বকে আহ্বান জানানো হয়েছে প্রতিবাদে গর্জে উঠতে। অসমে নির্মমভাবে বাঙালি হত্যার পর কেউ চুপ করে বসে থাকবে না। গর্জে উঠবে সবাই।

সিপিএমও প্রতিবাদে সামিল

অসমের তিনসুকিয়ায় উগ্রপন্থী হামলায় পাঁচ জন খুনের প্রতিবাদে প্রতিবাদ গর্জে উঠছে সিপিএম। শুক্রবার সিপিএমের কলকাতা জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল হবে। বিকেল ৫টায় ধর্মতলায় লেনিন মূর্তিতে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে দলের তরফে।

বিজেপিকে তোপ ইয়েচুরির

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও গর্জে উঠেছেন অসমের গণহত্যার প্রতিবাদে। তিনি সরাসরি তোপ দেগেছেন বিজেপিকে। বিজেপির ফ্যানরাই অসমের পরিবেশকে তিক্ততায় ভরিয়ে দিয়েছে বলে তাঁর অভিমত। তারই প্রতিফলন অসমের গণহত্যা। পাঁচজন বাঙালির প্রয়াণ। অসমে যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই, ওই ঘটনা তারই প্রমাণ।

বাঙালির পাশে বাঙালি

একা মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, সোশাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদে সরব হয়েছে অগণিত বাঙালি। তাঁরা বুঝিয়ে দিয়ে চাইছে দেশের ইতিহাসে কালো দিন হিসেবে চিহ্নিত হবে অসমের গণহত্যা। ট্রুথ অফ ওয়েস্টবেঙ্গল নামে একটি টুইটার হ্যান্ডেল তাঁদের প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদ জানিয়েছে।

[আরও পড়ুন:অসমে বাঙালি গণহত্যা! প্রতিবাদে সরব মমতা, বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে তৃণমূল][আরও পড়ুন:অসমে বাঙালি গণহত্যা! প্রতিবাদে সরব মমতা, বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে তৃণমূল]

বাংলার ‘ব্ল্যাক’ প্রতিবাদ

ট্রুথ অফ ওয়েস্টবেঙ্গলের টুইটে লেখা রয়েছে, অসমে গণহত্যার ঘটনার প্রতিবাদে তাঁরা নীরব প্রতিবাদ জানাচ্ছেন। সুদীপ্ত হালদার নামে জনৈক এক ব্যক্তি টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার কালো করে জানিয়েছেন অসমের গণহত্যার প্রতিবাদ। আমরা অসমের বাঙালির পাশে রয়েছি।

[আরও পড়ুন: অসমে ৫ বাঙালি হত্যার দায় অস্বীকার জঙ্গি সংগঠন 'আলফা'-র, ঘনীভূত হচ্ছে রহস্য][আরও পড়ুন: অসমে ৫ বাঙালি হত্যার দায় অস্বীকার জঙ্গি সংগঠন 'আলফা'-র, ঘনীভূত হচ্ছে রহস্য]

‘হিরো অফ হেট্রেড’, মোদীকে নিশানা

অসমের ঘটনায় মোদীকে ‘হিরো অফ হেট্রেড' বা ঘৃণ্য নায়ক বলে বর্ণনা করা হয়েছে এক টুইটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের পরিপ্রেক্ষিতে মোদীর একটি কভার পেজের ছবি দিয়ে মোদীকে ঘৃণ্য নায়ক নাম আখ্যায়িত করা হয়েছে। রফি রিপাবলিকের তরফে একটি টুইটে লেখা হয়েছে- হিরো অফ হেট্রেড ২০১৯-এর জন্য প্রস্তুত হচ্ছেন।

[আরও পড়ুন: 'বাঙালি-র হিন্দু-মুসিলম কী, কবে জাগব আমরা', অসম গণহত্যায় গর্জে উঠলেন তপোধীর][আরও পড়ুন: 'বাঙালি-র হিন্দু-মুসিলম কী, কবে জাগব আমরা', অসম গণহত্যায় গর্জে উঠলেন তপোধীর]

English summary
Mamata Banerjee has updated profile picture Black on protest of Assam mass murder. CPM also does protest and whole Bengal is in roar,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X