For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্র্যাঙ্কফুর্টে মমতার শিল্পসভা! মিলল বহু কোটির বিনিয়োগের আশ্বাস

হলদিয়ায় পিউরিফায়েড টেরিপথ্যালিক অ্যাসিড ( পিটিএ) উৎপাদন দ্বিগুন করতে লগ্নি করা হবে প্রায় ৪৪০০ কোটি টাকা। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে এমনটাই জানালেন চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

হলদিয়ায় পিউরিফায়েড টেরিপথ্যালিক অ্যাসিড ( পিটিএ) উৎপাদন দ্বিগুন করতে লগ্নি করা হবে প্রায় ৪৪০০ কোটি টাকা। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে এমনটাই জানালেন চ্যাটার্জি গোষ্ঠীর কর্ণধার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। পিটিএ ব্যবহার করা হয় পলিয়েস্টার কাপড় এবং প্লাস্টিকের বোতল তৈরিতে।

ফ্র্যাঙ্কফুর্টে মমতার শিল্পসভা! মিলল বহু কোটির বিনিয়োগে আশ্বাস

ফ্র্যাঙ্কফুর্টে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত শিল্পসভায় পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, হলদিয়ায় এ-মুহূর্তে বছরে প্রায় ১২.৫ লক্ষ টন পিটিএ উৎপাদন হয়। তবে বাৎসরিক ৮ থেকে ১০ শতাংশ হারে এর চাহিদা বাড়ছে। বাড়তি চাহিদার সঙ্গে উৎপাদিত পণ্য রফতানি করতে পণ্য উৎপাদন দ্বিগুন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে তাঁর সংস্থার হাতে প্রায় ৯০ এেকর বাড়তি জমিও তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়াতেই প্রায় ৪৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

অনুষ্ঠানে বাংলা-জার্মানির পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রম দিবস নষ্ট না হওয়া, ভৌগলিক অবস্থান, জমির সহজলভ্যতার কথা জানান মুখ্যমন্ত্রী। হর্ষ নেওটিয়া-সহ রাজ্যের একাধিক শিল্পপতি ও শিল্পকর্তা রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

English summary
Mamata Banerjee got investment assurance from Frankfurt investment meet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X