For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মতো টাকা নেই, উন্নয়নই হাতিয়ার! মানুষের মন জয়ের পাঠ ‘শিক্ষক’ মমতার

বিজেপি বা কংগ্রেসের মতো টাকা নেই আমাদের। কিন্তু আমাদের কাছে কাজ করার মানসিকতা। উন্নয়ন করতে চাই আমরা। বিগত ছ-বছরে তা আমরা দেখিয়ে দিয়েছি।

  • |
Google Oneindia Bengali News

দলের কোর কমিটির বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা বিজেপিকে। একেবারে স্পষ্ট কথায় মমতা বললেন, বিজেপি বা কংগ্রেসের মতো টাকা নেই আমাদের। কিন্তু আমাদের কাছে কাজ করার মানসিকতা। উন্নয়ন করতে চাই আমরা। বিগত ছ-বছরে তা আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের ভরসা আছে মানুষের উপর। মানুষের ভালবাসার জোরেই আমরা এগিয়ে যাব।

বিজেপির মতো টাকা নেই, উন্নয়নই হাতিয়ার! মানুষের মন জয়ের পাঠ ‘শিক্ষক’ মমতার

[আরও পড়ুন:তৃণমূলে একজন গদ্দার ছিল! নেত্রী মমতা এতদিন পর নিশানা করলেন মুকুলকে][আরও পড়ুন:তৃণমূলে একজন গদ্দার ছিল! নেত্রী মমতা এতদিন পর নিশানা করলেন মুকুলকে]

এ প্রসঙ্গেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, 'আর তিন-চার মাস বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে আপনাদেরই কুৎসার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হবে।' এটা মাথায় রেখে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে নির্দেশ দেন মমতা। সেইসঙ্গে বলেন, 'মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য কাজ করছি, এই কথা মাথায় রাখতে হবে। না হলে শুধু মা-মাটি-মানুষের সরকার বলে বাহবা কুড়ালে হবে না। মনে রাখতে হবে মানুষই আমাদের শক্তি। মানুষের ভালবাসাই আমাদের একমাত্র মূলধন।'

তিনি বলেন, 'বিজেপির প্রচুর টাকা রয়েছে। তারা সোশ্যাল সাইটে প্রচারের জন্য প্রচুর টাকা খরচ করছে। সোশ্যাল সাইটের মাধ্যমে কুৎসা করছে। তা বলে আমরা সোশ্যাল সাইটে কুরুচিকর মন্তব্য করব না। আমরা ভালো কাজের প্রচার করব সোশ্যাল সাইটে। ওদের কুৎসার জবাব দিতে গ্রামসভা থেকে জেলা- আরও বেশি করে জনসংযোগ গড়ে তুলতে হবে। মনে রাখবেন মানুষই সব। তাই মানুষের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ গড়ে তুলুন।'

এদিন ত্রিপুরা নির্বাচন প্রসঙ্গে দলনেত্রী আক্ষেপ করে বলেন, আমরা খুব কষ্ট করে দলটা চালাই। টাকার অভাবে আমরা অনেক জায়গায় মার খাচ্ছি। তা না হলে আমরা ত্রিপুরার নির্বাচনে আরও বেশি আসনে প্রার্থী দিতে পারতাম। আমরা আরও ভালো জায়গায় থাকতে পারতাম।

[আরও পড়ুন: পঞ্চায়েতের আগে বার্তা মমতার, রাজ্য তথা দেশ গঠনে কাজ ভাগ করে দিলেন নেতাদের][আরও পড়ুন: পঞ্চায়েতের আগে বার্তা মমতার, রাজ্য তথা দেশ গঠনে কাজ ভাগ করে দিলেন নেতাদের]

English summary
'Teacher' Mamata Banerjee gives lesson her party leader to win mind of people. Mamata Banerjee attacks BJP from core committee meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X