For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট মিটতেই ‘পুরস্কার’ ঘোষণা মমতার, ভাতা বৃদ্ধির সুখবর সরকার নিযুক্ত কর্মীদের

পঞ্চায়েত ভোট মিটতেই সরকার নিযুক্ত কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কাজের জন্য সিভিক ভলেন্টিয়ার, আউসিডিএস ও আশাকর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোট মিটতেই সরকার নিযুক্ত কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কাজের জন্য সিভিক ভলেন্টিয়ার, আউসিডিএস ও আশাকর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী অক্টোবর মাস থেকেই বর্ধিত ভাতা পাবেন তাঁরা। সোমবার বঙ্গবিভূষণ প্রদানের মঞ্চ থেকে আরও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।

ভোট মিটতেই ‘পুরস্কার’ ঘোষণা মমতার, ভাতা বৃদ্ধির সুখবর সরকার নিযুক্ত কর্মীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, সিভিক ভলেন্টিয়ারদের বেতন সাড়ে পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার করা হচ্ছে। সেইসঙ্গে তাঁদের জুনিয়র হোমগার্ডে রুপান্তরিত করার ভাবনাও রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিভিক ভলেন্টিয়াররা অনেকেই ভালো কাজ করছেন, সেই কাজের নিরিখে তাঁদের ট্রেনিং দিয়ে পুলিশ কনস্টেবলে রূপান্তরিত করা হবে।

[আরও পড়ুন:কোলে বাচ্চা! তবু গৃহবধূকে হত্যা করতে হাত কাঁপেনি খুনিদের, কলকাতায় এক নৃশংস হত্যাকাণ্ড][আরও পড়ুন:কোলে বাচ্চা! তবু গৃহবধূকে হত্যা করতে হাত কাঁপেনি খুনিদের, কলকাতায় এক নৃশংস হত্যাকাণ্ড]

শুধু সিভিক ভলেন্টিয়াররাই নন, মুখ্যমন্ত্রী এদিন কল্পতরু হলেন আশাকর্মী ও আইসিডিএস-কর্মীদের জন্য। আশাকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, মাত্র ৮০০ টাকা পেতেন আশাকর্মীরা। সেই টাকা দিত কেন্দ্রীয় সরকার। কিন্তু তা বন্ধ করে দেয় কিছুদিন পরেই। আমরা এই প্রকল্প টিকিয়ে রাখি এবং আশাকর্মীদের দেড় হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করি। পরে তা বাড়িয়ে ২ হাজার

টাকা করা হয়। এই অক্টোবরের ১ তারিখ থেকে তাঁদেরও এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ তাঁরা তিন হাজার টাকা করে পাবেন।

[আরও পড়ুন: এবার মমতার হাতে উঠছে স্যাটেলাইট ফোন! নিরন্তর যোগাযোগে নয়া ব্যবস্থা গড়ছে রাজ্য][আরও পড়ুন: এবার মমতার হাতে উঠছে স্যাটেলাইট ফোন! নিরন্তর যোগাযোগে নয়া ব্যবস্থা গড়ছে রাজ্য]

দু'লক্ষ ৩০ হাজার আইসিডিএস কর্মীরদের ভাতাও বৃদ্ধি করা হচ্ছে এক হাজার টাকা। মুখ্যমন্ত্রী মূলত তিন শ্রেণির সরকার নিযুক্ত কর্মীর ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন এদিন। বলেন, এই বিশেষ দিনে কিছু মানুষের মুখে যদি আমাদের সরকার হাসি ফোটাতে পারে, তাতেই আমরা ধন্য হব। উল্লেখ্য ২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তনের সরকার সাত বছর পূর্ণ করছে, তার আগেই মুখ্যমন্ত্রী উপহার দিলেন সিভিক, আইসিডিএস ও আশাকর্মীদের।

English summary
Chief Minister Mamata Banerjee decides to increase allowances of Civic volunteers. CM also decides to increase allowances of Asha and ICDS workers,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X