For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শাহকে মন্ত্রের প্রতিযোগিতায় আহ্বান মমতার, হোলির অনুষ্ঠানে সৌহার্দের বার্তা

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় আহ্বান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে মন্ত্রোচ্চারণের প্রতিযোগিতায় আহ্বান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাড়োয়ারি ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তোলেন। নাম না করেই তোপ দাগেন মোদী-অমিত শাহের বিরুদ্ধে। ভোটের আগে হিন্দি বলয়ে জনসংযোগ বাড়াতে হোলিকেই হাতিয়ার করেন।

মোদী-শাহকে মন্ত্রের প্রতিযোগিতায় আহ্বান মমতার, হোলির অনুষ্ঠানে সৌহার্দের বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজো মানেই তিলক আঁকা নয়। অমিতবাবু-মোদীবাবুরা আমার সঙ্গে মন্ত্রের প্রতিযোগিতায় নামুন। দেখাই যাক, সংস্কৃত মন্ত্র কে বেশি জানে। এরপরই তিনি তোপ দাগেন, মোদী-শাহরা ধর্মের নামে রাজনীতি করছেন। আমাদের এখানে ঘরে ঘরে লক্ষ্মীপুজো হয়। আমরা ছটপুজো করি, ছটপুজোয় ছুটি দিই। দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দিরকে আমরা সাজিয়ে তুলেছি। ওরা কি আমাদের ধর্ম শেখাবে।

[আরও পড়ুন:'মায়াবতী নিজে পাকা চুল কালো করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার][আরও পড়ুন:'মায়াবতী নিজে পাকা চুল কালো করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার]

উল্লেখ্য, দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামাম বেজে গিয়েছে। ভোটপ্রচার থেকে দেওয়াল লিখন, মিছিল-মিটিংয়ে রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় হোলির আগে হিন্দি বলয়ে গিয়ে বিজেপিকে একহাত নিলেন। বিজেপি রাজ্যকে অশান্ত করে তুলছে বলে তোপ দাগলেন। হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রঙের উৎসব হোলি। রক্তের হোলি খেলবেন না, রঙের হোলি খেলুন। বাংলা শান্তির পীঠস্থান। এখানে শান্তি বজায় রাখুন।

[আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান][আরও পড়ুন: কংগ্রেসের জেতা আসনে প্রার্থী না দিয়ে সৌজন্য! বামেদের অবস্থান ভাবতে বললেন বিমান]

[আরও পড়ুন: বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের ][আরও পড়ুন: বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের ]

English summary
Mamata Banerjee calls to Narendra Modi and Amit Shah to come have a competition of Mantras. Mamata gives message from a program of Holi in Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X