For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পাঁচ প্রকল্প পথ দেখাচ্ছে মমতাকে! এক নজরে সাফল্যের খতিয়ান

কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেও, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প আকড়ে ধরে কাজ চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে অন্তত পাঁচটি প্রকল্পের ক্ষেত্রের সর্বভারতীয় পর্যায়ে শীর্ষস্থানে কিংবা দ্বিতীয়স্থানে থাকার সাফল্য এসেছে পশ্চিমবঙ্গের ঝুলিতে।

কেন্দ্রের যেসব প্রকল্পগুলির মাধ্যমে গ্রামীন মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়া যায়, সাধারণত সেইসব প্রকল্পকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে সাফল্যও এসেছে।

এমজিএনআরইজিএ প্রকল্প

এমজিএনআরইজিএ প্রকল্প

গ্রামীণ কর্মসংস্থান তৈরির এই প্রকল্পে পশ্চিমবঙ্গ রয়েছে শীর্ষস্থানে।

প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা

প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা

এই প্রকল্পে গ্রামে বাড়ি তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা দেশে শীর্ষস্থানে রয়েছে।

সৌভাগ্য প্রকল্প

সৌভাগ্য প্রকল্প

গ্রামীণ বৈদ্যুতিকরণের এই প্রকল্পে পশ্চিমবঙ্গ টার্গেটের ৬৪ শতাংশ কাজ করতে পেরেছে। প্রায় ৫.৩৪ লক্ষ ঘরে বিদ্যুত পৌঁছে গিয়েছে। এই প্রকল্পে দেশের গড় ৪২ শতাংশ।

স্বচ্ছ্ব ভারত প্রকল্প

স্বচ্ছ্ব ভারত প্রকল্প

এই প্রকল্পে পশ্চিমবঙ্গ ৯৬ শতাংশ টয়লেট তৈরি কাজ শেষ করতে সক্ষম হয়েছে। এই প্রকল্পে দেশের গড় ৯২ শতাংশ।

আয়ুষ্মান ভারত প্রকল্প

আয়ুষ্মান ভারত প্রকল্প

এই প্রকল্প শুরুর ক্ষেত্রে যে হাফ ডজন রাজ্য ভাল অবস্থায় রয়েছে, তাদের মধ্যে রয়েছে এই রাজ্যও।

উজ্জ্বলা প্রকল্প

উজ্জ্বলা প্রকল্প

গরিব মহিলাদের কাছে এলপিজি সংযোগ পৌঁছে দেওয়ার এই প্রকল্পে সারা দেশে এখনও পর্যন্ত ৫.৪৬ কোটি সংযোগ দেওয়া হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে ৬৫.৫৭ লক্ষ সংযোগ। এই প্রকল্পে সারা দেশে উত্তরপ্রদেশ রয়েছে প্রথম স্থানে। পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে।

কেন্দ্রের প্রকল্পগুলিতে সাফল্য লাভ ছাড়াও রাজ্যের নিজের প্রকল্প কন্যাশ্রীতে যথেষ্ট সাফল্য পেয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ২১ টি জাতীয় পুরস্কার পেয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্যের সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগের কথাই বলেছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত ৪৪০ টি প্রশাসনিক বৈঠক করেছেন। সেই বৈঠকগুলির মাধ্যমে তিনি একেবারে সমাজের নিচের দিকে পৌঁছনোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

English summary
Mamata Banerjee banks on the Five central schemes for rural developments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X