For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা জঙ্গি হামলায় গাফিলতি যাঁদের তাঁদেরও শাস্তি চান মমতা, নিশানায় মোদী সরকার

পুলওয়ামা-কাণ্ডে আমরা দোষীর শাস্তি চাই। শাস্তি চাই তাঁদেরও, যাঁরা গাফিলতি করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিয়ে তোপ দাগলেন, গাফিলতি হলে তাঁর শাস্তিও হওয়া উঠিত।

Google Oneindia Bengali News

পুলওয়ামা-কাণ্ডে আমরা দোষীর শাস্তি চাই। শাস্তি চাই তাঁদেরও, যাঁরা গাফিলতি করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিয়ে তোপ দাগলেন, গাফিলতি হলে তাঁর শাস্তিও হওয়া উঠিত। কেন ৭৮টি সেনা গাড়িতে করে ২০০৫ জন সেনাকে একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা।

পুলওয়ামা জঙ্গি হামলায় গাফিলতি যাঁদের তাঁদেরও শাস্তি চান মমতা, নিশানায় মোদী সরকার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম পুলওয়ামা নিয়ে রাজনীতি করব না। কিন্তু দেখলাম পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছেন খোদ মোদী-শাহরা। আমরা চুপ করে বসে আছি, আর মোদী-শাহরা ভাষণ দিয়ে যাচ্ছেন। এমন ভাষণ দিচ্ছেন, যেন ওরা শুধু দেশপ্রেমিক বাকিরা বৈদিশিক।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম লড়াইটা একসঙ্গে করব। কিন্তু মোদী-শাহরা তার আগেই কথা শুরু করে দিলেন। তাই মুখ খুলতে বাধ্য হলাম। মমতা এদিন একে একে প্রশ্ন তুলে ধরেন মোদী সরকারের প্রতি। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে যদি খবর ছিল, তাহলে কেন ৭৮টি গাড়ি একসঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল? কেন এতগুলো সেনাকে মরতে হল?

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে আরও প্রশ্ন করেন, ভোটের আগে ভারতজুড়ে দাঙ্গা লাগানো হতে পারে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, তা কি ঠিক? আগাম খবর থাকা সত্ত্হেও কেন সেনা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। কেন সিআরপিএফের অনুরোধ সত্ত্বেও এয়ারলিফ্ট করা হল না? এতবড় ব্যর্থতা কেন হল? এরপরও উচ্চপর্যায়ের তদন্ত হল না কেন? এসব প্রশ্নের জবাব তো দিতেই হবে।পুলওয়ামা-কাণ্ডে আমরা দোষীর শাস্তি চাই। শাস্তি চাই তাঁদেরও, যাঁরা গাফিলতি করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিয়ে তোপ দাগলেন, গাফিলতি হলে তাঁর শাস্তিও হওয়া উঠিত। কেন ৭৮টি সেনা গাড়িতে করে ২০০৫ জন সেনাকে একসঙ্গে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম পুলওয়ামা নিয়ে রাজনীতি করব না। কিন্তু দেখলাম পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছেন খোদ মোদী-শাহরা। আমরা চুপ করে বসে আছি, আর মোদী-শাহরা ভাষণ দিয়ে যাচ্ছেন। এমন ভাষণ দিচ্ছেন, যেন ওরা শুধু দেশপ্রেমিক বাকিরা বৈদিশিক।

[আরও পড়ুন: মুর্শিদাবাদে হাওয়া কেড়েছেন অধীর! তাই তৃণমূলের 'মিনি ব্রিগেড', কটাক্ষ মনোজের][আরও পড়ুন: মুর্শিদাবাদে হাওয়া কেড়েছেন অধীর! তাই তৃণমূলের 'মিনি ব্রিগেড', কটাক্ষ মনোজের]

মুখ্যমন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম লড়াইটা একসঙ্গে করব। কিন্তু মোদী-শাহরা তার আগেই কথা শুরু করে দিলেন। তাই মুখ খুলতে বাধ্য হলাম। মমতা এদিন একে একে প্রশ্ন তুলে ধরেন মোদী সরকারের প্রতি। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে যদি খবর ছিল, তাহলে কেন ৭৮টি গাড়ি একসঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল? কেন এতগুলো সেনাকে মরতে হল?

[আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ বাংলার সুপারস্টারের,মৌসুমীর পর আরও এক তারকা পদ্মশিবিরে][আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ বাংলার সুপারস্টারের,মৌসুমীর পর আরও এক তারকা পদ্মশিবিরে]

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে আরও প্রশ্ন করেন, ভোটের আগে ভারতজুড়ে দাঙ্গা লাগানো হতে পারে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, তা কি ঠিক? আগাম খবর থাকা সত্ত্হেও কেন সেনা সরানোর উদ্যোগ নেওয়া হয়নি। কেন সিআরপিএফের অনুরোধ সত্ত্বেও এয়ারলিফ্ট করা হল না? এতবড় ব্যর্থতা কেন হল? এরপরও উচ্চপর্যায়ের তদন্ত হল না কেন? এসব প্রশ্নের জবাব তো দিতেই হবে।

[আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে 'অভিযুক্ত', বিজেপিকে গঙ্গার সঙ্গে তুলনায় তাৎপর্যপূর্ণ জবাব দিলীপের ][আরও পড়ুন: তৃণমূল ছেড়ে বিজেপিতে 'অভিযুক্ত', বিজেপিকে গঙ্গার সঙ্গে তুলনায় তাৎপর্যপূর্ণ জবাব দিলীপের ]

English summary
Bengal Chief Minister Mamata Banerjee attacks Modi government on Puwama terror. She says there is negligence, so CRPF jawans are died,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X