For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় বাঘের বাচ্চারা রয়েছেন! এনআরসি নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার

অসমের নাগরিক পঞ্জীকরণে ৪৪ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় ফের বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন চরম হুঁশিয়ারিও।

  • |
Google Oneindia Bengali News

অসমের নাগরিক পঞ্জীকরণে ৪৪ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় ফের বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন চরম হুঁশিয়ারিও। এনআরসি নিয়ে বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন, দেশ থেকে ভারতীয়দের তাড়ালে ছেড়ে কথা বলবে না তৃণমূল, ছেড়ে কথা বলবে না বাংলা।

বাংলায় বাঘের বাচ্চারা রয়েছেন! এনআরসি নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার

তিনি বলেন, অসমের পর বাংলাতেও এনআরসি চালু করবে বলে সুর তুলেছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপিকে সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলায় এনআরসি চালু করা এত সহজ নয়। কারণ এখানে বাঘের বাচ্চারা রয়েছেন। সাহস থাকলে বাংলায় এনআরসি করে দেখাক বিজেপি। ছাত্র সমাবেশ থেকে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারি, সবার জন্মের সার্টিফিকেট চাইছে, ঠাকুমার বার্থ সার্টিফিকেট, তাঁর ঠাকুমার বার্থ সার্টিফিকেটও চাওয়া হচ্ছে। কিন্তু বিজেপির বন্ধুরা শুনে রাখুন বাংলায় ঠাকুমার বার্থ সার্টিফিকেট চাওয়ার আগে নিজের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে।

[আরও পড়ুন:দুর্নীতি মামলায় অভিযুক্তদের অভিনব সাজা, কেরলের পাশে দাঁড়াল সিবিআই কোর্ট][আরও পড়ুন:দুর্নীতি মামলায় অভিযুক্তদের অভিনব সাজা, কেরলের পাশে দাঁড়াল সিবিআই কোর্ট]

মমতার কথায়, বিজেপি দেশের মানুষকে অপমান করছে। দেশকে আপমান করছে। শুধু দেশ বা দেশবাসীই নন, বিজেপি অপমান করছে তাঁদের দলের প্রথম সভাপতি অটলবিহারী বাজপেয়ীকেও। বিজেপিকে নিশানা করে তাঁর বার্তা, অটলবিহারীর মতো মানুষের আদর্শ নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান বিজেপি নেতৃত্ব। বাজপেয়ীজিকে নিয়ে যা চলছে, তা অত্যন্ত অসম্মানজনক। শুধু অটলজিকেই নয়, এঁরা অমর্ত্য সেনের মতো মানুষকেও অসম্মান করেছেন। তাঁকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দিয়েছে বিজেপি।

[আরও পড়ুন:মিশন ২০১৯, দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী][আরও পড়ুন:মিশন ২০১৯, দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান বিজেপি অটলবিহারীর আদর্শে তলা বিজেপি নয়। এখনকার আরএসএসও আগেকার আরএসএস নয়। এই বিজেপিকে হটাতে হবে। ছাত্র সমাবেশ থেকেই তিনি বিজেপির বিদায়ঘণ্টা বাজিয়ে দেন। বলেন, ছাত্র-যুবরা আওয়াজ তুলুন ২০১৯-এ বিজেপিকে ফিনিশ করার। কারণ এই দল ধর্মীয় বিভাজন আর খুনোখুনি ছাড়া কিছু জানে না। শুধু দাঙ্গা লাগানো আর জালিয়াতিতে পটু এই দল। বিজেপি সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চালাচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

[আরও পড়ুন:সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদ! পঞ্চায়েতে খুনোখুনির রাজনীতিতে তোপ মমতার][আরও পড়ুন:সিপিএমের হার্মাদরাই বিজেপির জল্লাদ! পঞ্চায়েতে খুনোখুনির রাজনীতিতে তোপ মমতার]

English summary
CM Mamata Banerjee attacks BJP on NRC issue from student rally at Kolkata. She warns BJP that tiger’s kids are in Bengal. So NRC is not possible in West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X