For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ মাসেই চালু হতে পারে মাঝেরহাট ব্রিজ! জানুন বিস্তারিত

তিন মাসেই চালু হতে পারে মাঝেরহাটের ভেঙে পড়া সেতু। সূত্রের খবর অনুযায়ী, নবান্নে এমনটাই রিপোর্ট দিয়েছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।

  • |
Google Oneindia Bengali News

তিন মাসেই চালু হতে পারে মাঝেরহাটের ভেঙে পড়া সেতু। সূত্রের খবর অনুযায়ী, নবান্নে এমনটাই রিপোর্ট দিয়েছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। ব্রিজ ভেঙে পড়লেও কাঠামো ভাল আছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।

৩ মাসেই চালু হতে পারে মাঝেরহাট ব্রিজ! জানুন বিস্তারিত

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়েছিল মঙ্গলবার বিকেলে। এরপর মাঝে গিয়েছে বুধবার। সেই দিনই উদ্ধারকাজ চলার মধ্যেই ব্রিজকে পরীক্ষা করে দেখেছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর অনুযায়ী, তাঁরা জানিয়েছেন, ব্রিজটি যে কাঠামোর ওপর দাঁড়িয়ে রয়েছে তা যথেষ্টই ভাল রয়েছে। অন্যদিকে ভাল রয়েছে ওই কাঠামোর ওপর থাকা গার্ডারও। তবে খারাপ হয়েছে কিংবা ফাটল ধরেছে গার্ডারের ওপরে থাকা ব্রিজের স্ল্যাবের অংশে। বছরের পর বছর ধরে যার ওপর পিচ পড়েছে। বেড়েছে ওজন। অত্যধিক ভারী ট্রেলার চলার কারণে ব্রিজের অবস্থা আরও খারাপ হয়েছে।

তবে ৩ মাসের মধ্যে যেমন ব্রিজের ওপরের অংশ নতুন করে তৈরি করে ব্রিজ চালু করার রিপোর্ট দিয়েছেন ইঞ্জিনিয়াররা, ঠিক তেমনই ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করার রিপোর্টও জমা পড়েছে। সেক্ষেত্রে নতুন ব্রিজ তৈরি করতে প্রায় দুবছর সময় লাগবে বলে জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে অর্থ দফতরের অনুমতি যেমন লাগবে, ঠিক তেমনই প্রচুর অর্থেরও সংস্থান রাখতে হবে।

এদিকে, ফরেনসিক পরীক্ষার যে ফল জানা যাচ্ছে, সূত্রের খবর অনুযায়ী তাতে বলা হয়েছে, আগেই ফাটল দেখা গিয়েছিল ব্রিজটিতে। দশমাস আগেই এই ফাটল দেখা যায়। প্রথমে যা ছিল হেয়ার লাইন ক্র্যাক। পরবর্তী সময়ে সেই ফাটল আরও বাড়ে। ফাটল ঢাকতে দেওয়া হয়েছিল পিচের প্রলেপ। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে স্ল্যাবের ওপর বাড়তি ওজনের কথাও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।

English summary
Majherhat Bridge can be ready for use within three months, reports PWD engineers, says Sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X