For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাস কলকাতায় ৯১ বছরের পুজো বন্ধের অভিযোগ! স্থানীয়দের অবরোধে পুলিশের লাঠি, দেখুন ভিডিও

খোদ কলকাতাতেই ৯১ বছরের পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ। ব্যানার নিয়ে স্থানীয় কিছু সমস্যার জেরে রাসবিহারীর কাছে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো বন্ধ করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

খোদ কলকাতাতেই ৯১ বছরের পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ। ব্যানার নিয়ে স্থানীয় কিছু সমস্যার জেরে রাসবিহারীর কাছে আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো বন্ধ করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে পথ অবরোধ করেন। বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠি চার্জ করে এই অবরোধ তুলে দেয় বলে জানা গিয়েছে।

খোদ কলকাতায় ৯১ বছরের পুজো বন্ধের অভিযোগ! স্থানীয়দের অবরোধে পুলিশের লাঠি, দেখুন ভিডিও

রাসবিহারী এভিনিউ-এর আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতি। এবার আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পুজো ৯১ বছরের পড়েছে। কিন্তু ব্যানার নিয়ে কিছু সমস্যার জেরে পুলিশ এবারের পুজোয় অনুমতি দেয়নি বলে অভিযোগ। গতবছর একই সমস্যা থাকলেও, পুজো হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় এবারের পুজোর জন্য খুঁটি পুজোতেও সামিল হয়েছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পরবর্তী সময়ে পুরসভা এবং পুলিশের তরফ থেকে পুজোয় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে, শনিবার বেলা বারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলে বলে জানা গিয়েছে।

বেলা দেড়টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠি চার্জ করে অবরোধ তুলে দেয়। অবরোধের ফলে প্রায় দুঘন্টা রাসবিহারী মোড় থেকে চেতলা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পুজো বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে, তারা মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা।

English summary
Local alleged Police and KMC stopped the puja of Adi Dakshin Kolkata Baroyari Samity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X