For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেনে হিঁচড়ে মীনাক্ষী সহ একাধিক বাম নেতাকে আটক পুলিশের! বাদ পড়ছেন না সাধারণ মানুষও

  • |
Google Oneindia Bengali News

বিক্ষোভ-আন্দোলনে একেবারে রণক্ষেত্র সল্টলেকে। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল এলাকা। আর এই অবস্থায় ইতিমধ্যে আটক করা হয়েছে একাধিক বাম নেতাকে। এমনকি টেনে হিঁচড়ে মীনাক্ষী মুখোপাধ্যায়কেও প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু বাম নেতাকর্মীদেরই নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকেরও আটক করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকাতে মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই ধরপাকড় শুরু করে দেয়

সকাল থেকেই ধরপাকড় শুরু করে দেয়

বৃহস্পতিবার রাতে একেবারে টেনে হিঁচড়ে টেট উত্তীর্ণ আন্দোলনকারী চাকরী প্রার্থীদের তুলে দেয় পুলিশ। আর এই ঘটনা নিয়ে একেবারে হুলস্থুল বেঁধে যায়। আর সেই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ওই জায়গাতেই এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়। কিন্ত্য পুলিশ সকাল থেকেই ধরপাকড় শুরু করে দেয়। একাধিক বাম নেতাকে গ্রেফতার করা হয়। আর এরপরেই কার্যত কৌশল বদলায় আন্দোলনকারীরা।

১৪৪ ধারা জারি করার নামে পুলিশি হেনস্তা

১৪৪ ধারা জারি করার নামে পুলিশি হেনস্তা

একেবারে সল্টলেক সিটি সেন্টারের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক বাম নেতা। আর তা ঘিরেই একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে যায়। আন্দোলনকারীদের সঙ্গে রীতিমত ধ্বস্তাধস্তি বেঁধে যায়। আর তা ঘিরে একেবারে খন্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ওই অবস্থাতেই একের পর এক বাম নেতাকে টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে। এমনকি গাড়িতে তোলা হয় বাম নেত্রীকেও। তবে আটকের আগে মীনাক্ষী বলেন, সরকার আন্দোলনকে ভয় পেয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন করলেও সমস্যা হচ্ছে। আর তাই সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মানুষ এর জবাব দেবে বলেই মত বাম নেত্রীর। শুধু তাই নয়, ১৪৪ ধারা জারি করার নামে পুলিশ হেনস্তা করছে বলেও তোপ তাঁর।

সাধারণ মানুষকেও আটকের অভিযোগ

সাধারণ মানুষকেও আটকের অভিযোগ

অন্যদিকে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সল্টলেকের মানুষের একাংশের দাবি, তাঁদের পাড়ার লোকজনকেও পুলিশ আটক করে তুলে নিয়ে যাচ্ছে। কি হচ্ছে তা দেখতে বেরিয়েছিলেন এমন কয়েকজন। তাঁদের আটক করা হয়েছে বলে দাবি। তবে পালটা পুলিশের দাবি, অভিযোগ তো করতেই পারে। তবে বিষয়ট যাচাই করা হবে। যদি এমন কাউকে আটক করা হয় তাহলে নিশ্চয় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। তবে প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে আন্দোলনে উত্তাল সল্টলেকের বিস্তৈর্ন অঞ্চল।

অন্যদিকে একেবারে দুর্গের চেহারা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস।

পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? টেট আন্দোলনকারীদের উপরে পুলিশি অভিযানের নিন্দায় শুভেন্দুপশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? টেট আন্দোলনকারীদের উপরে পুলিশি অভিযানের নিন্দায় শুভেন্দু

English summary
Left leader Manakshi Mukherjee detained as SFI, DYFI agitates at Salt Lake
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X