For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজিনগরের ঘটনা থেকে শিক্ষা! নিঃসঙ্গ প্রবীণদের পাশে পুলিশ

নেতাজিনগর এবং সোনারপুরে বয়স্ক দম্পতির খুনের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

নেতাজিনগর এবং সোনারপুরে বয়স্ক দম্পতির খুনের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশও দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনারকে। পরের দিনই সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শহরের প্রত্যেক একাকি বৃদ্ধ দম্পতির বাড়িতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

নেতাজিনগরের ঘটনা থেকে শিক্ষা! নিঃসঙ্গ প্রবীণদের পাশে পুলিশ

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর বুধবারেই কলকাতা পুলিশের ডিসি ও অতিরিক্ত কমিশনারদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এরপরেই প্রত্যেক থানার ওসিদের নির্দেশ দেন এলাকায় কোনও কোন বাড়িতে বৃদ্ধ দম্পতি আছেন, তার খোঁজ করতে। পাশাপাশি যেসব বৃদ্ধ দম্পতি একাকি থাকেন, তাঁদের বাড়িতে লাগানোর বিষয়টি পর্যালোচনা করতে। সেই সিসিটিভির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে নির্দিষ্ট থানার। প্রয়োজন হলেই পুলিশকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

নিউ আলিপুর থানা, পাটুলি থানা-সহ বেশ কয়েকটি থানা পুলিশকর্মীরা এদিন বেশ কয়েকজন বৃদ্ধ দস্পতির সঙ্গে কথা বলেন। সূত্রের খবর অনুযায়ী বাড়ি চিহ্নিত হয়ে গেলে সিসিটিভি বসানোর কাজও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

কলকাতার বৃদ্ধ বৃদ্ধাদের সুরক্ষার জন্য এর আগে 'প্রণাম' নামে একটি প্রকল্প শুরু করেছিল কলকাতা পুলিশ। প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, বাড়িতে কাজের লোকের ফোন নম্বর থানায় রেখে প্রয়োজনে সাহায্য করার মতো কাজ করতে দেখা গিয়েছে। এদিন খতিয়ে দেখা হয় থানা এলাকায় 'প্রণাম' প্রকল্পে কতজন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। তাঁদের কতজনের বাড়ি সিসিটিভির আওতায় রয়েছে তাও খতিয়ে দেখা হয়। যাঁদের বাড়ি সিসিটিভির আওতায় নেই, সেখানে বিনামূল্যে সিসিটিভি লাগানোর কথাও জানানো হয়।

[আরও পডুন: উন্নাও নিয়ে যোগী সরকারকে ধাক্কা! নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সর্বোচ্চ আদালতের][আরও পডুন: উন্নাও নিয়ে যোগী সরকারকে ধাক্কা! নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সর্বোচ্চ আদালতের]

English summary
Kolkata police stands beside lonely elders on the order of Police commissioner. There wereseveral incident on attack on lonely elders in different parts of Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X