For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার হোটেলে যৌনকর্মীদের নিয়ে ঝামেলা, গ্রেফতার মোদীর রাজ্যের 'ডিএসপি'

হোটেলে যৌন কর্মীদের নিয়ে গিয়ে ঝামেলা করার অভিযোগে বেনিয়াপুকুর থানার পুলিশ গ্রেফতার করেছে দুই ব্যক্তিকে। ধৃতদের মধ্যে একব্যক্তি নিজেকে গুজরাত পুলিশের ডিএসপি বলে পরিচয় দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

হোটেলে যৌন কর্মীদের নিয়ে গিয়ে ঝামেলা করার অভিযোগে বেনিয়াপুকুর থানার পুলিশ গ্রেফতার করেছে দুই ব্যক্তিকে। ধৃতদের মধ্যে একব্যক্তি নিজেকে গুজরাত পুলিশের ডিএসপি বলে পরিচয় দিয়েছে। অভিযুক্তের প্রকৃত পরিচয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

কলকাতায় গ্রেফতার মোদীর রাজ্যের ডিএসপি

বুধবার গভীর রাত। অভিযোগ সেই সময় বেনিয়াপুকুরের এক হোটেলে বাইরের দুই মহিলাকে নিয়ে ঢোকার চেষ্টা করেন অলোক সুকুমার রায় এবং দীপক কে দারওয়ানি নামে দুই ব্যক্তি। সেই সময় হোটের কর্মীরা বাধা দেন বলে জানা গিয়েছে। এই দুই ব্যক্তি মঙ্গলবার হোটেলে উঠেছিলেন। হোটেলে পুলিশ যাওয়ার পর ধৃত অলোক সুকুমার রায় নিজেকে গুজরাত পুলিশের ডিএসপি হিসেবে পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের চাকরি খাওয়ার হুমকি দেন। ধৃতের কাছ থেকে আধার কার্ডের জেরক্স ছাড়াও, পুলিশের পরিচয়পত্র পাওয়া গিয়েছে। অপর ব্যক্তি দীপক কে দারওয়ানি গুজরাতের ব্যবসায়ী বলে জানা গিয়েছে।

অপর একটি সূত্রে জানা গিয়েছে, দুই মহিলা অভিযোগ করেন বেনিয়াপুকুরের হোটেলে থাকা এই দুই ব্যক্তির বিরুদ্ধে। তাঁদের ওপর নির্যাতনের অভিযোগও করেন। তাঁরাই খানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে হোটেল থেকে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ডিএসপি হিসেবে দাবি করা ধৃত অলোক সুকুমার রায়ের প্রকৃত পরিচয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। কী কারণে এক ব্যবসায়ীকে সঙ্গে করে কলকাতার হোটেলে তিনি উঠেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতায় গ্রেফতার মোদীর রাজ্যের ডিএসপি

পুলিশকে দুই মহিলা জানিয়েছেন, তাঁরা পেশায় যৌনকর্মী। তাঁদেরকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল।

হোটেলের একবার নিজের ক্ষমতা জাহিরের পর বেনিয়াপুকুর থানায় গিয়েও নিজের পরিচয় নিয়ে চিৎকার জুড়ে দেন অলোক সুকুমার রায়। পরে অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ।

English summary
Kolkata Police arrests two persons including Gujarat DSP from Beniapukur Hotel allegedly creating trouble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X