For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ কাণ্ডের জের! যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত

মাঝেরহাটে ব্রিজকাণ্ডের জেরে। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে শনিবার থেকে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে শনিবার ও রবিবার বাড়তি মেট্রো চালানো হবে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাটে ব্রিজকাণ্ডের জেরে। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে শনিবার থেকে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে শনিবার ও রবিবার বাড়তি মেট্রো চালানো হবে। এরপর পুরো সপ্তাহ পর্যবেক্ষণের পর পরের সপ্তাহে পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করবে মেট্রো রেল।

মাঝেরহাট ব্রিজ কাণ্ডের জের! যাত্রীর চাপে শনিবার থেকে চালানো হচ্ছে অতিরিক্ত মেট্রো

শনিবার সাধারণত চালানো হত ২২৪ টি রেক। এবার থেকে ২৫০ টি রেক চালানো হবে। অন্যদিকে রবিবার চালানো হত ১১০ টি রেক। এবার থেকে ১৩৬ টি রেক চালানো হবে। তবে সোমবার থেকে শুক্রবার আপাতত কোনও বাড়তি রেক দেওয়া হচ্ছে না বলেই জানা গিয়েছে। যাত্রী চাপ নিয়ে পুরো সপ্তাহ পর্যবেক্ষণের পর পরবর্তী সপ্তাহের জন্য বাড়তি রেকের বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হবে।

[আরও পড়ুন: আগে রাস্তা না ব্রিজ, মাঝেরহাট অচলাবস্থা কাটানো নিয়ে তরজা এখন তুঙ্গে][আরও পড়ুন: আগে রাস্তা না ব্রিজ, মাঝেরহাট অচলাবস্থা কাটানো নিয়ে তরজা এখন তুঙ্গে]

মঙ্গলবার মাঝেরহাটে ব্রিজ ভাঙার পর থেকেই দক্ষিণ কলকাতার রাস্তাগুলি কার্যত অবরুদ্ধ। কোনও কোনও সময় ৫০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৩ ঘণ্টা। ঠাকুরপুকুর থেকে বেহালার বিস্তীর্ণ অংশের মানুষজন দুর্ভোগ পোহাতে হচ্ছে। টালিগঞ্জ মেট্রো থেকে চৌরাস্তা, চোদ্দো নম্বর কিংবা তারাতলা পর্যন্ত গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। সময়ের নিরিখে যদিও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে বাড়তি মেট্রো চালানোয় এলাকার মানুষের কতটা সুবিধা হয় এখন সেটাই দেখার।

[আরও পড়ুন:হঠাৎই মনোভাবে 'পরিবর্তন'! অমিত শাহের ফোনের পরেই খোল করতালে ব্যস্ত অনুব্রত][আরও পড়ুন:হঠাৎই মনোভাবে 'পরিবর্তন'! অমিত শাহের ফোনের পরেই খোল করতালে ব্যস্ত অনুব্রত]

[আরও পড়ুন: বিরাম নেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে! এবার মহার্ঘ সিএনজিও][আরও পড়ুন: বিরাম নেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে! এবার মহার্ঘ সিএনজিও]

English summary
Kolkata metro will run extra rakes on saturday and sunday to reduce the problem of Majherhat Bridge collapse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X