For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালবৈশাখীর কবলে কলকাতামুখী বিমান, জোর বাঁচার বাঁচলেন বহু যাত্রী

কালবৈশাখীর কবলে পড়ে আর একটু হলে বড় বিপদের মুখে পড়ছিল কলকাতামুখী একটি বিমান। শেষমেশ পাইলটের দক্ষতায় এবং কেবিন ক্রু-দের চেষ্টায় মাঝ-আকাশের এই এয়ার টার্বুল্যান্স থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় বিমানটি।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

কালবৈশাখীর কবলে পড়ে আর একটু হলে বড় বিপদের মুখে পড়ছিল কলকাতামুখী একটি বিমান। শেষমেশ পাইলটের দক্ষতায় এবং কেবিন ক্রু-দের চেষ্টায় মাঝ-আকাশের এই এয়ার টার্বুল্যান্স থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় বিমানটি। কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণও করে। তবে, এই ঘটনায় ২ কেবিন কর্মী আহত হন। কলকাতা বিমানবন্দরেই তাঁদের চিকিৎসা হয়।

কালবৈশাখীর কবলে বিপাকে বিমান

মঙ্গলবার এই ঘটনা ঘটেছে গোএয়ার-এর একটি বিমান। ভূবনেশ্বর থেকে কলকাতায় আসার পথে বিমানটি মাঝ-আকাশে এয়ার ট্রাবুল্যান্সের মধ্যে পড়ে। বিমানটিতে ঠিক কত জন যাত্রী ছিল তা জানা যায়নি। তবে গোএয়ার-এর মুখপাত্র জানিয়েছন, 'গোএয়ার জি৮ ৭৬১ নম্বর বিমানটি ভূবনেশ্বর থেকে কলকাতায় আসার পথে বিপজ্জনক এয়ার টার্বুল্যান্সের মুখে পড়ে। এর জেরে ২ বিমান কর্মী জখমন হলেও বাকিদের কারোর কোনও আঘাত লাগেনি। কলকাতা বিমানবন্দরের ডিসপেনসারি-তেই আহত বিমানকর্মীদের চিকিৎসা করা হয়েছে।'

দিন কয়েক ধরেই কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির কবলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। দিন দুই আগেউ ভোরবেলায় জোড়া কালবৈশাখী ৭০কিলোমিটার বেগে কলকাতা-সহ শহরতলীতে আঁছড়ে পড়েছিল। এতে কলকাতা জুড়ে ত্রস্ত-বিধ্বস্ত চেহারা হয়েছিল। এরপর থেকে টানা দুর্যোগ চলছে।

জানা গিয়েছে, গোএয়ার-এর বিমানটির পাইলট এবং কো-পাইলট অত্যন্ত সাহসীকতার সঙ্গে কলকাতায় বিমান নামান। এই ঘটনায় এয়াক্র্য়াফট-এর কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। যার জন্য এই বিমানটি ফের যাত্রী নিয়ে ভূবনেশ্বরে ফিরে যায়।

English summary
Two cabin crew members are injured in a Kolkata bound GoAir flight when it experienced severe air turbulence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X