কলকাতা উঠে এল মেধা তালিকার শীর্ষে, উচ্চমাধ্যমিকের সেরার লড়াইয়ে জেলাকে টেক্কা
পাসের হারে বা শীর্ষস্থান লাভের নিরিখে কলকাতা পিছিয়ে থাকলেও এবার উচ্চমাধ্যমিক মেধা তালিকায় অন্য জেলাকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে কলকাতা। সবথেকে বেশি কলকাতা থেকে ১০ জন ছাত্র এবার প্রথম দশের ৮০ জনের মেধা তালিকায় স্থান পেয়েছে। দীর্ঘদিন পর উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় কলকাতার এই উত্থান।

পাসের হারে যথারীতি পূর্ব মেদিনীপুর সবার উপরে, তবে এবার তাদের সঙ্গে নতুন জেলা কালিম্পংও শীর্ষে উঠে এসেছে, সেখানে অন্য জেলার তুলনায় কলকাতা পিছিয়ে পড়লেও, মেধা তালিকায় এবার কলকাতার ১০ জন স্থান করে নিয়েছে।
প্রথম দশে মোট ৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে কলকাতা থেকে ১০ জনের স্থান পাওয়া সাফল্যের দাবি রাখে। মাধ্যমিকের তুলনায় সেই নিরিখে উচ্চমাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছে কলকাতা। মাধ্যমিকে মাত্র দুজন স্থান পেয়েছিল প্রথম দশের ৫৬ জনের তালিকায়। উচ্চমাধ্যমিকে ৮০ জনের মধ্যে ১০ জনের স্থান পাওয়া কলকাতাকে শীর্ষে তুলে ধরেছে।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও জেলার বাজিমাত, পূর্ব মেদিনীপুরের সাফল্যে ভাগ বসাল নতুন জেলা কালিম্পং]
তবে সামগ্রিক বিচারে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও সেরার তকমা ছিনিয়ে নিয়েছে জেলা। উচ্চমাধ্যমিকেও দক্ষিণবঙ্গকে হারিয়ে সেরা হয়েছে উত্তরবঙ্গ। জলপাইগুড়ির গ্রন্থন এবার উচ্চমাধ্যমিকের উত্তরবঙ্গকে তুলে ধরেছে সবার উপরে। কলা বিভাগে রেকর্ড নম্বর পেয়ে নজির গড়েচে সে।
পাসের হারে মাধ্যমিকের মতো সেরা হয়েছে পূর্ব মেদিনীপুর। তবে এবার এককভাবে নয়, তাঁদের সেরার স্বীকৃতিতে এবার ভাগ বসিয়েছেন নতুন জেলা কালিম্পংও। পাসের হার কমে যখন এবার ৮৩.৭৫ শতাংশ, সেখানে পূর্ব মেদিনীপুর ও কালিম্পংয়ে এবার পাসের হার ৯০ শতাংশ। উল্লেখ্য, মাধ্যংমিকে মেধা তালিকায় পিছিয়ে পড়লেও পাসের হারে দুই মেদিনীপুরের পর ছিল কলকাতা।