For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাক্ষিণাত্যের মন্দিরের আদলে সাজছে একডালিয়া! দেখুন মণ্ডপের ভিতরের ভিডিও

একডালিয়া এভারগ্রিনের পুজো এবার ৭৬ বছরে। প্রত্যেক বছরেই কোনও না কোনও প্রাচীন স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলা নিয়ে চিন্তাভাবনা থাকে দক্ষিণ কলকাতার ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি পুজো একডালিয়া এভারগ্রিনের৷

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

একডালিয়া এভারগ্রিনের পুজো এবার ৭৬ বছরে। প্রত্যেক বছরেই কোনও না কোনও প্রাচীন স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলা নিয়ে চিন্তাভাবনা থাকে দক্ষিণ কলকাতার ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি পুজো একডালিয়া এভারগ্রিনের৷ এবারেও নতুন চমক মণ্ডপ সজ্জায়। দাক্ষিণাত্যের একটি মন্দিরের আদলে সেজে উঠছে ঐতিহ্যমণ্ডিত একডালিয়ার পুজোর মণ্ডপ৷

 দেখতে সোনার পিরামিড

দেখতে সোনার পিরামিড

মণ্ডপ শিল্পী জানাচ্ছেন, এই মণ্ডপটি দেখতে লাগবে অনেকটা সোনার পিরামিডের মতো৷ অন্যবার ৮০ ফুট হলেও এবার মণ্ডপের উচ্চতা আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি।

থিম পুজোয় বিশ্বাসী নয় একডালিয়া

থিম পুজোয় বিশ্বাসী নয় একডালিয়া

এই পুজোর উদ্যাক্তা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, পুজোয় নিজেদের মেলে ধরতে প্রস্তুত একডালিয়া এভারগ্রিন৷ কোনও বারেই থিম পুজো হয়নি এখানে। সাবেকিয়ানাই বরাবরের সঙ্গী। এই পুজো স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা অন্যরকম এই আনন্দই দেয়।

খুঁটি পুজোতেও টেক্কা

খুঁটি পুজোতেও টেক্কা

শুধু পুজো নয়, পুজোর আগে খুঁটি পুজোতেও একডালিয়া এভারগ্রিন অন্য বড় পুজোগুলোকে টেক্কা দিয়ে থাকে।

গত বছরে হয়েছিল অষ্টলক্ষ্মীর মন্দির

গত বারে দক্ষিণ কলকাতার এই পুজো চেন্নাইয়ের অষ্টলক্ষ্মী মন্দিরের আদলে তৈরি হয়েছিল। ২৮ ফুটের সাবেক প্রতিমার গায়ে জারদৌসি বেনারসি শাড়ি। আলোকসজ্জায় ডিজনি ওয়ার্ল্ড।

English summary
Know the theme of Ekdalia Evergreen Sarbajanin Durga Puja 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X