আকাশে কী মেঘের ভ্রূকুটি কী বলছে ম্যাচের সময়ের আবহাওয়া
সকাল থেকেই শহরের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। কখনো আকাশের মুখ ভার, আবার কখনো রোদের ঝিলিক। বৃষ্টি কী তাহলে বুধবারের ব্লকবাস্টারে ভিলেন হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতায় সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তা থান্ডারস্টর্ম সেলের বৃষ্টি। হঠাৎই তৈরি হওয়া নিম্নচাপ অক্ষের জন্য কলকাতায় অল্প অল্প জলীয় বাষ্প ঢুকে পড়ছে। তার ফলেই এই বৃষ্টি হচ্ছে। যখনই বৃষ্টি হবে তা বেশিক্ষণ হবে না। গাঙ্গেয় উপত্যকায় রয়েছে নিম্নচাপ অক্ষটির অবস্থান।
এদিকের আবহাওয়ার পূর্বাভাসে আরও যা জানা যাচ্ছে তাতে ম্যাচের আগে বৃষ্টি থাকলেও পাঁচটা থেকে সাতটা অবধি বৃষ্টি হওয়ার সম্ভবনা মাত্র ১৭ শতাংশেরও কম।
এদিকে যুবভারতী কিন্তু যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি। যদি প্রচন্ড বৃষ্টিও হয় তাও মাঠের কোনও ক্ষতি হবে না। নতুন ভাবে তৈরি হওয়া যুবভারতীয় জল নিকাশী ব্যবস্থাতেও বড় সংস্কারের কাজ হয়েছে। ফলে মাঠের মধ্যে বা ধারে জল জমে যাওয়ার কোনও সম্ভবনাই নেই।
নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে যুবভারতীর গ্যালারিতে দর্শকদের হাতে ছাতা নিয়ে ঢোকার পুলিশি অনুমতি নেই । সেক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে দর্শকদের রেনকোট পড়ে আসার পরামর্শ দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।