For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, সবাইকে চিনি! বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। কলকাতা হাইকোর্টে চলা অচলাবস্তা ঘিরে কার্যত বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, হাইকোর্টে তাঁর দীর্ঘ কর্মজীবনে এমন ঘটনার অভিজ্ঞতার সাক্ষী তিনি হননি ব

  • |
Google Oneindia Bengali News

বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। কলকাতা হাইকোর্টে চলা অচলাবস্তা ঘিরে কার্যত বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, হাইকোর্টে তাঁর দীর্ঘ কর্মজীবনে এমন ঘটনার অভিজ্ঞতার সাক্ষী তিনি হননি বলেও মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সোমবার থেকেই বিতর্কের সূত্রপাত।

আজ মঙ্গলবারও বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিক্ষোভকারী আইনজীবীরা মামলা লড়তে যাননি। এমনকি যারা যেতে চেয়েছেন তাঁদেরকেও আটকানো হয়েছে বলে অভিযোগ।

প্রশ্ন তুলে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রশ্ন তুলে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আর এই অবস্থা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিচারপতিরাও। এমনকি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক পর্যবেক্ষকদের। যদিও এই বিষয়ে গত দুদিন একেবারে স্পিকটি নট ছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখান থেকেই আইনজীবীদের এহেন কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে।

ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে এভাবে বিচার ব্যবস্থাকে ভয় দেখানো যাবে না বলে মনে করেন বিচারপতি। তবে এই ঘটনার জন্যে দায়ী কে? যদিও এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করব না। শাসকদলের অনেকেই ওদের প্রত্যাখ্যান করেছে বলে তিনি শুনেছেন বলে জানিয়েছেন বিচারপতি। তবে শাসকদলের অনেকেই তাঁকে ভালোবাসে বলেও জানিয়েছেন তিনি। তাঁরাও এই বিষয়টিকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন বিচারপতি।

 প্রত্যেককেই আমি চিনি।

প্রত্যেককেই আমি চিনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, যারা বিক্ষোভ দেখাচ্ছেন আদালতের মধ্যে তাঁদের প্রত্যেককেই আমি চিনি। বলে রাখা প্রয়োজন, এই বিতর্কের মধ্যেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা। একেবারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন বিচারপতি মান্থা। ইতিমধ্যে আইনজীবীদের অপর একটি অংশ হাইকোর্টে চলা বিক্ষোভ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি যা হচ্ছে তা মোটেই ঠিক নয় বলেও দাবি করেছেন আইনজীবীরা। অন্যদিকে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
justice abhijit ganguly says judiciary is under threat in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X