For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্দেহজনক পোস্টে আতঙ্ক! বিমান ফিরল বে-তে, গ্রেফতার যাত্রী

বিমানে সফরের সময় বন্ধুদের সঙ্গে ইয়ার্কি করতে গিয়ে গ্রেফতার বেলেঘাটার যুবক। অভিযুক্তের নাম যোগবেদান্ত পোদ্দার।

  • |
Google Oneindia Bengali News

বিমানে সফরের সময় বন্ধুদের সঙ্গে ইয়ার্কি করতে গিয়ে গ্রেফতার বেলেঘাটার যুবক। অভিযুক্তের নাম যোগবেদান্ত পোদ্দার। অভিযোগ, দমদম থেকে মুম্বইগামী বিমান টেক অফের সময় বিমানে জঙ্গি আছে বলে ভিডিও কলে বন্ধুদের জানায় সে। একথা একযাত্রীর নজরে পড়ে যায়। তিনি জানান এয়ার হস্টেসদের। বিমানের ক্যাপ্টেনকে জানানোর পর তিনি বিমানটিকে ফিরিয়ে আনেন।

বিমানে 'ইয়ার্কি'

বিমানে 'ইয়ার্কি'

গন্তব্য ছিল মুম্বই। কিন্তু বিমানে ওঠার পরেই মুখে কাপড় বেধে ভিডিও কল করে অভিযুক্ত যুবক জানায় বিমানে জঙ্গি আছে। অভিযোগ একাধিক জঙ্গি বিমানে আছে বলে জানায় সে। অন্য এক যাত্রীর নজরে পড়তেই তিনি এয়ার হস্টেসদের জানান। বিষয়টি ক্যাপ্টেনকে জানাতেই, তিনি তা এটিসিকে জানান। বিমান বে-তে ফিরিয়ে নিয়ে যান তিনি। অভিযুক্ত যুবক বেলেঘাটার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ইংরেজিতে আপত্তিজনক শব্দ

ইংরেজিতে আপত্তিজনক শব্দ

যুবকের পাঠানো বার্তায় ইংরেজিতে ধ্বংস ও জঙ্গি শব্দের উল্লেখ ছিল বলে জানা গিয়েছে। এয়ার হস্টেসদের অভিযোগ, কথা বলতে গেলে যুবকের ব্যবহার ছিল আপত্তিজনক।

পরিবারের দাবি

পরিবারের তরফে দাবি করা হয়েছে, নাশকতার কোনও অভিসন্ধি ছিল না। তাঁর বাবা জানিয়েছেন, ইয়ার্কি করেই ঘটনাটি ঘটিয়েছে তাঁর ছেলে।

গ্রেফতার অভিযুক্ত

গ্রেফতার অভিযুক্ত

বিমানবন্দের বিমান ফিরিয়ে আনার পর, অভিযুক্ত বেদান পোদ্দারকে সিআইএসএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে ওই যুবককে তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার হাতে। গ্রেফতার করা হয় ওই যুবককে।

(ছবি সৌজন্য:এএনআই)

বিমান ছাড়তে দেরি হয় ১ ঘন্টা ১০ মিনিট

বিমান ছাড়তে দেরি হয় ১ ঘন্টা ১০ মিনিট

সকাল আটটা পনেরোয় বিমানটি ছাড়ার কথা থাকলেও, এই ঘটনার জেরে আরও একঘন্টা ১০ মিনিট পরে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যায়।

English summary
Jet Airways passenger arrested from Kolkata allegedly being a terrorist on phone call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X