For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুলাই উপলক্ষে পথে নামলেন রত্না, কাউকে কি চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি, দেখুন ভিডিও

এতদিন তাঁকে রাজনীতির সামনের সারিতে দেখা গেলেও নেতৃত্ব দিতে তাঁকে কখনই দেখা যায়নি। কিন্তু, সোমবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন রত্না চট্টোপাধ্যায়।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

এতদিন তাঁকে রাজনীতির সামনের সারিতে দেখা গেলেও নেতৃত্ব দিতে তাঁকে কখনই দেখা যায়নি। কিন্তু, সোমবার এক নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন রত্না চট্টোপাধ্যায়। শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি মিছিলে নেত্রীর ভুমিকায় আত্মপ্রকাশ করলেন রত্না।

মিছিল নিয়ে পথে রত্না, শহিদ দিবসে থাকছেন সমাবেশে

রাজনীতির অলিন্দেই বেড়ে ওঠা। কিন্তু রাজনীতি রত্নার কেরিয়ার হয়ে ওঠেনি কখনও। এমনকী স্বামী শোভন চট্টোপাধ্যায়ের রাজনীতিক কর্মকাণ্ডে ও তাঁকে সেভাবে কোনওতদিনই সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। তৃণমূল কংগ্রেসের মিছিল-মিটিং-এ রত্নাকে পা মেলাতে দেখা গিয়েছে ঠিকই কিন্তু তাতে কোনও সক্রিয় রাজনৈতিক সেনা হওয়ার তাগিদ ধরা পড়েনি কখনও।

এহেন রত্নাকেই সোমবার দেখা গেল প্রায় হাজার খানেকের এক মিছিলকে নেতৃত্ব দিতে। ২১ জুলাই উপলক্ষে এখন এলাকায় এলাকায় প্রস্তুতি মিছিল ও সভা করছে তৃণমূল কংগ্রেস। এদিন তেমনই এক মিছিলের নেতৃত্ব দেন রত্না। পর্ণশ্রী থানার সামনে থেকে শুরু হওয়া এই মিছিল এলাকার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করার পর তা পর্ণশ্রী বাজারে এসে শেষ হয়। সেখানে একটি জনসভাও করেন রত্না।

১৩১ নম্বর ওয়ার্ডের ওয়েবকুপার ব্যবস্থাপনায় এই মিছিলের আয়োজন করা হয়েছিল। যাতে পা মিলিয়েছিল মহিলা যুব কংগ্রেস থেকে তৃণমূল যুবার সদস্যরা। মূলত এলাকার বিভিন্ন কলেজ থেকে আসা ছাত্র-ছাত্রীদের নিয়ে হওয়া এই মিছিলে অন্তত হাজার খানেক জমায়েত হয়েছিল। রত্নার কথায়, প্রতি বছরেই শহিদ দিবসে তাঁর কাধে শহিদদের পরিবারের তত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসে তাই তাঁকে ধর্মতলাতে থাকতেই হয়। তবে এতদিন তৃণমূল পরিচালিত মিটিং-মিছিলে অংশ নিলেও নেতৃত্বের দায়ভার যে এই প্রথম তাও জানান তিনি।

সম্প্রতি কয়েক মাস ধরেই রত্না চট্টোপাধ্যায় প্রায়শই খবরের শিরোনামে থাকছেন। কারণ, স্বামী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি। শোভন বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করছেন। তা আদালতে বিচারাধীন। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে রাজনীতিতে রত্নার এভাবে সামনের সারিতে দাঁড়িয়ে পড়াটা যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

English summary
Ratna Chatterjee is in headline for quite some times in recent past. Amidst controversy about her relation with her husband Sovan Chatterjee this political programme seems very meaningful.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X