For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে জেরা, সিবিআইয়ের নজরে এনামুলের ভাইপোরাও

Google Oneindia Bengali News

গরুপাচার মামলায় আজ জেলে গিয়ে ফের অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই। সিবিআই-এর দাবি, শান্তিনিকেতনে মলয় পিটের যে মেডিক্যাল কলেজ রয়েছে। সেখানেও এই বিষয়েও তথ্যপ্রমাণ মিলেছে।

 অনুব্রতকে জেরা

অনুব্রতকে জেরা

সিবিআই-এর দাবি, আর্থিক লেনদেন হয় মলয়ের স্বাধীন ট্রাস্ট ও অনুব্রত মণ্ডলের সংস্থার মধ্যে। সূত্রের খবর, আজ অনুব্রতকে জেরা করতে চান সিবিআই গোয়েন্দারা সেই তথ্য সামনে রেখেই। সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে বন্দি সায়গল হোসেনকে। সিবিআই অনুব্রতর দেহরক্ষীর জামিনের বিরোধিতা করবে বলে খবর মিলছে।

এনামুলের তিন ভাইপোকে জেরা

এনামুলের তিন ভাইপোকে জেরা

এনামুল হকের তিন ভাইপো। গরুপাচার মামলায় এবার সিআইডি-র নজরে থাকবে এরাও। এদের নাম হুমায়ুন কবির, জাহাঙ্গির আলম ও মেহেদি হাসান। এনামুলের তিন ভাইপো সংস্থা জেএইচএম।সিআইডি অফিসাররা বুধবার বেন্টিঙ্ক স্ট্রিটে গোষ্ঠীর দুটি অফিসে হানা দেন। সিল করে দেওয়া হয় একই বিল্ডিংয়ে দুটি অফিস। আজ সেখানে তল্লাশি চালানো হবে। সিআইডি সূত্রে খবর এমনটাই। এর আগেও এনামুল ঘনিষ্ঠ আরেকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। সিআইডি গ্রেফতার করে গ্রেফতার করে। এরপর এনামুল হক গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন।

গরু পাচার-কাণ্ডে নয়া মোড়

গরু পাচার-কাণ্ডে নয়া মোড়

গরু পাচার-কাণ্ডে নয়া মোড় দেখা গিয়েছিল গত সপ্তাহে। পাচারের টাকার উৎস খুঁজতে তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকদের। গত বৃহস্পতিবার বোলপুরের বিভিন্ন জায়গাতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, বেশ কয়েকজনকে ডেকে জেরাও করা হয় সিবিআইয়ের তরফে। এমনকি বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কেও ওইদিন হানা দেন তদন্তকারী আধিকারিকরা। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলেই জানা যায়। আর তাতে এনামুল এবং অনুব্রত যোগ আরও স্পষ্ট হচ্ছে বলেই জানা যায়। ফলে ক্রমশ অনুব্রত মণ্ডলের উপর চাপ আরও বাড়ে বলেই মনে করা হয়। ওইদিন নতুন করে বেশ কিছু নথি এবং সম্পত্তির খোঁজ পান আধিকারিকরা।

বোলপুরের বিভিন্ন জায়গাতে হানা

বোলপুরের বিভিন্ন জায়গাতে হানা

বোলপুরের সুরুল মৌজাতে এনামুল হকের বিপুল সম্পত্তির হদিশ পায় তদন্তকারী আধিকারিকরা। প্রায় দেড় কোটি টাকার সম্পত্তির হদিশ তদন্তকারীরা পেয়েছেন বলেই সিবিআই সূত্রে খবর। এনামুল যিনি কিনা গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত। তাঁর নামেই কোটি টাকার সম্পত্তির হদিশ চলকে দিয়েছে তদন্তকারীদেরও। সিবিআই আধিকারিকরা মনে করছেন, অনুব্রত মণ্ডলের সাহায্যেই এই বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছিলেন এনামুল। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে অনুব্রতকে জেরা করতে পারে সিবিআই। অন্যদিকে এদিন এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে হানা দেয় সিবিআই। গত বৃহস্পতিবার সকাল থেকে বোলপুরের বিভিন্ন জায়গাতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা।

তৃণমূল বাদ, কয়লা কাণ্ডে সিবিআই-এর ডাক দল বদলু বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকেতৃণমূল বাদ, কয়লা কাণ্ডে সিবিআই-এর ডাক দল বদলু বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে

English summary
anubrata mondal will be again investigated by CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X