For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর নজরে ৪০ পুজো কমিটি! লোকসভার আগে উঠছে নানা প্রশ্ন

আয়কর দফতরের নিশানায় কলকাতার নামকরা দুর্গাপুজোর কমিটিগুলি। ইতিমধ্যেই ৪০ টি পুজো কমিটিকে তলব করেছে আয়কর দফতর।

  • |
Google Oneindia Bengali News

আয়কর দফতরের নিশানায় কলকাতার নামকরা দুর্গাপুজোর কমিটিগুলি। ইতিমধ্যেই ৪০ টি পুজো কমিটিকে তলব করেছে আয়কর দফতর। সোম ও মঙ্গলবার তাদের দেখা করতে নোটিস দেওয়া হয়েছে। মূলত টিডিএস কাটা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে আয়কর দফতর। এই সিদ্ধান্তের পিছনে রাজনীতির ভূত দেখতে শুরু করেছেন অনেকে।

হাজার হাজার কোটির খরচ

হাজার হাজার কোটির খরচ

কলকাতা তথা রাজ্যের পুজোয় হাজার হাজার কোটির হাতবদল হয়। প্রতিমা, প্যান্ডেল, আলোকসজ্জা সবেতেই এই টাকার হাতবদল হচ্ছে। বেশিরভাগ পুজো কমিটিই আবার থিমের পুজোয় জোর দিয়েছেন। সেক্ষেত্রে পেশাদারিত্বের রমরমা কারবার। আয়কর দফতরের হিসেব অনুযায়ী ২০১৮-তে ৫০০০ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু দু-একটি ক্ষেত্র বাদ দিলে কারওই উৎসমূলে কোনও টিডিএস কাটা হয়নি বলে অভিযোগ।

৪০ টি পুজো কমিটিকে তলব

৪০ টি পুজো কমিটিকে তলব

আয়কর দফতরের তরফে কলকাতার ৪০ টি পুজো কমিটিকে তলব করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার এইসব কমিটিগুলির কর্তাদের দেখা করতে বলা হয়েছে আয়কর ভবনে। ট্যাক্স সংক্রান্ত কী কাগজপত্র রয়েছে তাও সঙ্গে আনতে বলা হয়েছে।

রাজনীতির অভিযোগ

রাজনীতির অভিযোগ

আয়কর দফতরের এই কাজে অবশ্য অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। ৪০ টি পুজো কমিটির বেশিরভাগই প্রভাবশালী তৃণমূল নেতা তথা মন্ত্রীদের। আয়কর দফতরের পদক্ষেপকে পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর অনুদান বন্ধের উদ্যোগ বলেও অভিযোগ করছেন কেউ কেউ। মুম্বইয়ের গণেশ পুজোর ক্ষেত্রে কি এই ব্যবস্থা নেওয়া হয়, প্রশ্ন তুলছেন পুজো কমিটির অনেকে।

আয়কর দফতর সূত্রে ব্যাখ্যা

আয়কর দফতর সূত্রে ব্যাখ্যা

আয়কর দফতর সূত্রে ব্যাখ্যা এই রাজ্য থেকে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ কম। ২০১৭-১৮ সালে সারা ভারতের গড় যেখানে ১৩.৫ শতাংশ, সেখানে পশ্চিমবঙ্গ থেকে আদায়ের পরিমাণ ৭.৫ শতাংশ। প্রত্যক্ষ কর আদায়ে জোর দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের ব্যাখ্যা পুজোয় খরচ ৫ হাজার কোটি টাকা হলে, আয়কর দফতরের পাওনা করের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Income tax Department gave notice to 40 Durga Puja organisers of Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X