For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারের বদলে মার, উসকানিমূলক মন্তব্যে দিলীপের বিরুদ্ধে মামলা আলিপুর আদালতে

বাইক মিছিলের নামে উসকানিমূলক মন্তব্য করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল গড়িয়াহাট থানায়। এবার তাঁর বিরুদ্ধে জনৈক বিনোদ সিং আদালতে মামলা করলেন।

  • |
Google Oneindia Bengali News

বাইক মিছিলের নামে উসকানিমূলক মন্তব্য করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল গড়িয়াহাট থানায়। এবার তাঁর বিরুদ্ধে জনৈক বিনোদ সিং আদালতে মামলা রুজুর আবেদন করলেন। এবং আলিপুর আদালত সেই আবেদন মঞ্জুরও করে দিল। আবেদন গ্রাহ্য হওয়ায় ৫০৬ ধারায় দিলীপবাবুর বিরুদ্ধে মামলা রুজু হয় আলিপুর আদালতে।

মারের বদলে মার, উসকানিমূলক মন্তব্যে দিলীপের বিরুদ্ধে মামলা আলিপুর আদালতে

হাইকোর্টের নির্দেশে সোমবার বিজেপির সংকল্পযাত্রা শুরু হয়। কিন্তু সংকল্পযাত্রা ফের তৃণমূলের বাধার মুখে পড়ায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রত্যক্ষ হুমকি দেন, 'পার্থবাবুরা যদি মনে করেন, ওঁরা ইট ছুড়লে আমরা নলেন গুড়ের সন্দেশ ছুড়ব, তাহলে বলব, ওঁনারা ভুল ভাবছেন। আমরা দান্ডার রং বদলে দিয়েছি। ওঁরা মারতে এলে পাল্টা গেরুয়া দান্ডা পড়বে ওদের গায়ে, যাতে বুঝতে পারা যায় কারা দান্ডার কত জোর।'

মারের বদলে মারের হুঙ্কার ছেড়েছিলেন দিলীপ। এর ফলে হিংসা ছড়াতে পারে এই আশঙ্কা থেকেই বিনোদ সিং এদিন আলিপুর আদালতে মামলার আবেদন করেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলার আবেদন আদালত গ্রাহ্য করে। তারপরই ৫০৬ ধারায় মামলা রুজু হয়। এর আগে বিনোদ সিং গড়িয়াহাট থানায় অভিযোগ করেন, 'বিধায়ক হয়েও হিংসায় মদত দিচ্ছেন দিলীপবাবু।'

বিনোদ সিং নামে জনৈক এক ব্যক্তি ওই অভিযোগে লেখেন, 'বিজেপি রাজ্য সভাপতি একজন বিধায়ক হয়ে প্রত্যক্ষভাবে হিংসা ছড়ানোয় মদত দিচ্ছেন। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জার।' তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। এদিন আবার আদালতে মামলা রুজুও হয়।

English summary
In Alipur Court a case is filed against Dilip Ghosh alleged of spread violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X