For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু হস্টেল ইস্যু, উপাচার্য ও শিক্ষামন্ত্রীর উপরই সমাধানের ভার চাপালেন রাজ্যপাল

হিন্দু হস্টেলের বিষয়টি উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেখছেন, তারাই সমস্যা মিটিয়ে ফেলবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

Google Oneindia Bengali News

হিন্দু হস্টেল সমস্যার সমাধানে তিনি নাক গলাবেন না বলে জানিয়েদিলেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তিনি জানান বিষয়টি উপাচার্য ও শিক্ষামন্ত্রী দেখছেন। তারাই সমস্যা মিটিয়ে ফেলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। গত ৩ আগস্ট থেকে হিন্দু হোস্টেল ফেরানোর দাবিতে ক্যাম্পাসে অবস্থানে বসেছেন পড়ুয়াদের একাংশ।

হিন্দু হস্টেল ইস্যুতে নাক গলাবেন না রাজ্যপাল

গত তিন বছর ধরে চলছে হিন্দু হোস্টেল সংস্কারের কাজ। কিন্তু এতদিনেও কাজ বিশেষ এগোয়নি। বেশিরভাগ ওয়ার্ডই এখনও বসবাসের অযোগ্য। আগাছায় ঢেকে আছে মাঠ। উপাচার্য জানিয়েছেন হস্টেল পড়ুয়াদের হাতে তুলে দিতে এখনও খানিকটা সময় লাগবে। তাঁর যুক্তি যা ভাবা হয়েছিল, কাজ শুরুর পরে দেখা গিয়েছে হস্টেলের ভবনটির অবস্থা তার চেয়েও অনেক খারাপ।

বিরল্প হিসেবে প্রেসিডেন্সির পড়ুয়াদের থাকার ব্যবস্থা করা হয়েছিল রাজারহাটের একটি সরকারি আবাসনে। কিন্তু পড়ুয়াদের দাবি তাদের হিন্দু হস্টেলে ফেরাতে হবে। এদিন রাজ্যাপাল জানান খুব তাড়াতাড়িই উপাচার্য ও শিক্ষামন্ত্রী বিষয়টির সমাধান সূত্র বার করবেন বলে তিনি আশা করেন।

এর আগে হস্টেল ফেরানো নিয়ে রাজ্য সরকারের কোর্টেই বল ঠেলেছিল বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। এবার আচার্যও দায় এড়ালেন।

English summary
The chancellor of Presidency University and the Governor of the state Kesharinath Tripathi said that the Vice Chancellor and the Education Minister are looking after the Hindu hostel issue, and he hoped that they will solve the problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X