For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকায় প্রথম ১০-এ ৮০ জন

প্রতীক্ষার অবসান। শুক্রবার সকাল ৯টায় প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথমে শিক্ষা সংসদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর বেলা ১০ থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে।

Google Oneindia Bengali News

প্রতীক্ষার অবসান। শুক্রবার সকাল ১০টায় প্রকাশিত হতে চলেছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রথমে শিক্ষা সংসদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। প্রথম ১০ জনের নাম ঘোষণা করা হবে সংসদের তরফে। এরপর বেলা ১০.৩০ থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে, অনলাইনে, এসএমএস-এ ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

Live: কিছুক্ষণের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, সব আপডেট পান এখানে

ফলাফল জানার জন্য ওয়েবসাইটগুলি হল :http:// wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.schools9.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.knowyourresult.com,
www.school.gradeup.co, www.abbse.org

সাইটগুলির নির্দিষ্টস্থানে গিয়ে রোল নম্বর দিলেই পরীক্ষার্থী কিংবা পরিবারের সদস্যরা রেজাল্ট সম্পর্কে তথ্য পাবেন।

ওয়েবসাইট ছাড়াও এসএমএস-এও ফলাফল জানা যাবে। এসএমএস-এ ফল জানতে টাইপ করতে হবে, SMS WB 12 স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 5676750 এবং 58888 নম্বরে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। www.exametc.com সাইটে আগে থেকে রোল ও মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলে এসএমএস-এ ফল জানানো হবে।

Newest First Oldest First
10:52 AM, 8 Jun

সপ্তমস্থানের প্রাপ্ত নম্বর ৪৮৪, দিশা ঘোষ, রিত্তিকা কাঞ্জিলাল, রিদম কুমার দাস, অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায়, দেবজিত দে
10:32 AM, 8 Jun

২০১৯-এর উচ্চমাধ্যমিক শুরু হবে ২৬ ফেব্রুয়ারি, শেষ হবে ১৩ মার্চ
10:32 AM, 8 Jun

প্রথম ১০ টি স্থানে রয়েছেন ৮০ জন ছাত্রছাত্রী
10:30 AM, 8 Jun

পঞ্চমস্থান ৪৮৬ পেয়েছেন আর্য সামন্ত, অভ্রদীপ্তা ঘোষ, সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ, রোমিক দত্ত (দুবরাজপুর), অনিমা গড়াই, অনুভব চক্রবর্তী (পুরুলিয়া), অরিত্র রায়, বিশাল গাঙ্গুলি
10:29 AM, 8 Jun

চতুর্থ স্থান, ৪৮৭, সায়ন কুমার দাস ইসলামপুর হাইস্কুল, অর্কদীপ গুইন (বর্ধমান),দিব্যদীপ শাসমল, চতুর্থ জয়দীপ ভৌমিক, অন্বয় চট্টোপাধ্যায় (বাঁকুড়া)
10:27 AM, 8 Jun

দশম ( প্রাপ্ত নম্বর ৪৮১, ৯৬.২%, ১৬ জন) তীর্থশঙ্খ বাছার, নব নালন্দা হাইস্কুল, শ্রাবণী দত্ত, জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়, জয়েশ সাউ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সায়নী দত্ত, পাথফাইন্ডার পাবলিক স্কুল অর্ণব কুমার মল্লিক, হুগলি পোড়াবাজার আরডিএমইউ বিদ্যালয়, ঋতিকা বর্মন, কোচবিহার পাতাকুমারী রাজেন্দ্রনাথ হাইস্কুল, সামিধ ঘোষ, বিষ্ণুপুর হাইস্কুল, মহম্মদ চন্দন আলি, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন তন্ময় পাতি, বাঁকুড়া শিমলাপাল মদনমোহন হাইস্কুল, অনুকূল বর্মন, সাহেবগঞ্জ হাইস্কুল রূপম পাল, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, মেহেদ উদজমান, জেনকিন্স স্কুল, রোহিত বেরা, তমলুক হ্যামিলটন হাইস্কুল, অমৃতাংশু মহিশ, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, সায়ন কর্মকার, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন নন্দিতা বর্মন, গোসাইরহাট হাইস্কুল
10:25 AM, 8 Jun

নবম (প্রাপ্ত নম্বর ৪৮২, ৯৬.৪%, ১৫ জন) শ্রেয়সী গাঙ্গুলি, বিদ্যা ভারতী গার্লস হাইস্কুল, বিকাশরাজ পাল, উত্তরপাড়া গভঃ হাইস্কুল, প্রত্যুষা সাহা, বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, নিশা যাদব, অন্ধ্র অ্যাসোসিয়েশন হাইস্কুল, দীপ্তম জানা, ইন্দ কৃষ্ণলাল শিক্ষানিকেতন, শৌভিক চন্দ্র, আরামবাগ হাইস্কুল, অনুশ্রী মজুমদার, স্প্রিংডেল হাইস্কুল, সুরজিৎ মাতব্বর, কালনা অম্বিকা মহিষমর্দিনী হাইস্কুল, আফরোজ়া বানু, জলপাইগুড়ি সুখানি ভোলাপাড়া হাই মাদ্রাসা, সৌমেন মাঝি, তমলুক ডেমারি হাইস্কুল, অভীক ঘোষ, বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়, সারফারজ় আলম, শীতলকুচি হাইস্কুল, সঞ্চয়ন ব্যানার্জি, হরিপাল দ্বারহট্ট রাজ্যেশ্বরী ইন্সটিটিউশন জাহ্নবী পাল, কোচবিহার মণীন্দ্রনাথ হাইস্কুল, অর্পণ দ্বিবেদী, ঝাড়গ্রাম কে কে ইন্সটিটিউশন
10:23 AM, 8 Jun

অষ্টম(প্রাপ্ত নম্বর ৪৮৩, ৯৬.৬%,১২ জন) দেবজিৎ দে, বীরা বল্লভপাড়া হাইস্কুল, অর্ঘ দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দেবশুভ্র চক্রবর্তী, বহরমপুর কাশীনাথ কলেজ স্কুল, অনিশা মণ্ডল, বীরভূম কটাসুর হাইস্কুল সায়ন্তন চক্রবর্তী, বর্ধমান টাউন স্কুল, অনন্যা ঘোষ, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুল শ্রেয়াংশ চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, কৃষ্ণেন্দু কুণ্ডু, বাঁকুড়া রামসাগর হাইস্কুল যিষ্ণু বিশ্বাস, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, রাজশেখর চট্টোপাধ্যায়, ইছাপুর হাইস্কুল রৌনক পাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বিশ্বজিৎ দত্ত, কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির
10:22 AM, 8 Jun

সপ্তম (প্রাপ্ত নম্বর ৪৮৪, ৯৬.৮%), দিশা ঘোষ, বেথুন কলেজিয়েট স্কুল, ঋত্বিকা কাঞ্জিলাল, শিলিগুড়ি গার্লস হাইস্কুল, রিদম কুমার দাস, কামাখ্যাগুড়ি হাইস্কুল, অংশুমান বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠ, গার্গী চ্যাটার্জি, সিঙ্গুর মহামায়া হাইস্কুল
10:18 AM, 8 Jun

ষষ্ঠ (প্রাপ্ত নম্বর ৪৮৫, ৯৭.০%, ১০ জন), তন্বিষ্ঠা মণ্ডল, পাঠ ভবন, মধুরিমা মুখার্জি, উত্তরপাড়া গার্লস হাইস্কুল নয়নিকা রায়, বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, সাগ্নিক তালুকদার, নবনালন্দা হাইস্কুল কিশলয় সরকার, চাকদা রামলাল অ্যাকাডেমি, দেবদত্তা পাল, বিনোদিনী গার্লস হাইস্কুল সপ্তর্ষি মণ্ডল, হাওড়া ঝিকড়া হাইস্কুল, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, কাটোয়া কাশিরাম দাস ইন্সটিটিউশন নীলমাধব দত্ত, বিষ্ণুপুর হাইস্কুল, কুন্তল বিট, আরামবাগ হাইস্কুল
10:18 AM, 8 Jun

পঞ্চম (প্রাপ্ত নম্বর ৪৮৬, ৯৭.২%), অভ্রদীপ্তা ঘোষ, যাদবপুর বিদ্যাপীঠ, আর্যা সামন্ত, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মহঃ সরিফুল ইসলাম, পান্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল, সুতনয় ভট্টাচার্য, বিষ্ণুপুর হাইস্কুল, শুভাশিস ঘোষ, বহরমপুর জে এন অ্যাকাডেমি, রমিক দত্ত, বীরভূম দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ অনিমা গড়াই, বাঁকুড়া রানিবাঁধ হাইস্কুল, অনিরুদ্ধ দত্ত, কল্যাণী স্প্রিংডেল হাইস্কুল, অনুভব চক্রবর্তী, পুরুলিয়া জেলা স্কুল, শৌভিক রাজ মাইতি, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, অরিত্র রায়, যোধপুরপার্ক পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, বিশাল গাঙ্গুলি, বাঁকুড়া ওন্দা হাইস্কুল
10:17 AM, 8 Jun

চতুর্থ (প্রাপ্ত নম্বর ৪৮৭, ৯৭.৪%), সৌরদীপ নাথ, উত্তরপাড়া মডেল স্কুল, সায়ন কুমার দাস, উত্তর দিনাজপুর ইসলামপুর হাইস্কুল, অর্কদীপ গুই, বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়, দিব্যদূত শাসমল, সিঙ্গুর মহামায়া হাইস্কুল, জয়দীপ ভৌমিক, কোচবিহার মনীন্দ্রনাথ হাইস্কুল, অন্বয় চ্যাটার্জি, বাঁকুড়া মধুবন গোয়েঙ্কা বিদ্যালয়
10:15 AM, 8 Jun

তৃতীয় (প্রাপ্ত নম্বর ৪৯০, ৯৮.০%), তিমির বরণ দাস, বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়, শাশ্বত রায়, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির
10:13 AM, 8 Jun

দ্বিতীয় (প্রাপ্ত নম্বর ৪৯৩, ৯৮.৬%), ঋত্বিককুমার সাহু, তমলুক হ্যামিলটন হাইস্কুল
10:12 AM, 8 Jun

প্রথম (প্রাপ্ত নম্বর ৪৯৬, ৯৯.২%), গ্রন্থন সেনগুপ্ত, জলপাইগুড়ি জেলা স্কুল
10:11 AM, 8 Jun

পাশের হার ৮৩.৭৫ শতাংশ
10:09 AM, 8 Jun

কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই
10:09 AM, 8 Jun

পূর্ব মেদিনীপুর ও কালিম্পং-এ ৯০ শতাংশের ওপর পাশ করেছে
10:05 AM, 8 Jun

১৮ জেলাতে ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি
10:04 AM, 8 Jun

শুরুতেই মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সংসদ সভাপতির
10:03 AM, 8 Jun

বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও প্রশ্ন ছাপা হয়েছিল
10:03 AM, 8 Jun

৫৮ টি বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে
9:01 AM, 8 Jun

৫৮ দিনের মাথায় ফল প্রকাশ
7:17 AM, 8 Jun

গত বছরের তুলনায় এবছর প্রায় ৫৩ হাজার বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল
7:17 AM, 8 Jun

ছাত্র সংখ্যা প্রায় ৪ লক্ষ ২০ হাজার এবং ছাত্রী সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার
7:17 AM, 8 Jun

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ২৫ হাজার ৩৩৫ জন, পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ৪ হাজার ৮৯৫ জন, পাশ করেছে ৬ লক্ষ ৬৩ হাজার ৫১৬ জন
7:17 AM, 8 Jun

পরীক্ষা চলে ১১ এপ্রিল পর্যন্ত
7:16 AM, 8 Jun

২০১৮ সালে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ

English summary
Higher Secondary Result 2018 live update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X