For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার ভোটের আসর বসছে রাজ্যে, ১৭ পুরভোটের দামামা বাজল কোর্ট-কমিশন ভাষ্যে

রাজ্যে ফের ভোট। ২০১৯ লোকসভা ভোটের আগে ফের পরীক্ষায় শাসক ও বিরোধীরা। এখনও পঞ্চায়েত জট কাটেনি পুরোপুরি, এরই মধ্যে এবছরই আবার ভোটের আসর বসছে রাজ্যে।

Google Oneindia Bengali News

রাজ্যে ফের ভোট। ২০১৯ লোকসভা ভোটের আগে ফের পরীক্ষায় শাসক ও বিরোধীরা। এখনও পঞ্চায়েত জট কাটেনি পুরোপুরি, এরই মধ্যে এবছরই আবার ভোটের আসর বসছে রাজ্যে। নভেম্বরের মধ্যে ভোট করতে হবে রাজ্যের ১৭টি পুরসভায়। তার দিনক্ষণ স্থির করতে ইতিমধ্যেই রাজ্যকে চিঠি লিখেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে কলকাতা পুরসভায় ১১৭ নম্বর ওয়ার্ডেও ভোটের দিনক্ষণ স্থির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবার ভোটের আসর বসছে রাজ্যে, ১৭ পুরভোটের দামামা বাজল কোর্ট-কমিশন ভাষ্যে

এর আগেও পুরসভার দিনক্ষণ নির্ধারিত করতে রাজ্যকে একবার চিঠি দিয়েছিল কমিশন। তখনও কোনও উত্তর দেয়নি রাজ্য। এবার হাইকোর্টও নির্দেশ দিয়েছেন পুরভোটের দিনক্ষণ অনতিবলম্বে স্থির করতে। এ জন্য সময় নির্ধারিত করে দিয়েছে আদালত। আগামী ১৭ অগাস্টের মধ্যে পুর নির্বাচনের দিনক্ষণ স্থির করে রিপোর্ট জমা দিতে হবে।

রাজ্যের ১৭টি পুরসভায় মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরেই। এই ১৭টি পুরসভা হল কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ি, আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের ডালখোলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার কৃষ্ণনগর ও চাকদহ, উত্তর ২৪ পরগনার পানিহাটি ও হাবড়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের বর্ধমান ও গুসকরা, বীরভূমের দুবরাজপুর এবং হাওড়া জেলার হাওড়া।
এমতাবস্থায় অক্টোবর মাসের মধ্যেই নির্বাচন শেষ করে পেলতে হবে। তবেই নভেম্বরে ফের বোর্ড গঠন করা সম্ভব হবে।

তারপরই মহাভোটের দামামা বেজে যাবে দেশজুড়ে। দেশে সাধারণ নির্বাচন। তার আগে ফের পরীক্ষায় বসতে হবে শাসক ও বিরোধীদের। লোকসভার আগে নির্বাচনী ময়দানে ফের গা ঘামানোর সুযোগ তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম-সহ অন্যান্য দলগুলির কাছেও।

আবার ভোটের আসর বসছে রাজ্যে, ১৭ পুরভোটের দামামা বাজল কোর্ট-কমিশন ভাষ্যে

এদিকে ২০১৬ সালের ডিসেম্বরে কলকাতা পুরসভায় ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর শৈলেন্দ্র দাসের মৃত্যু হয়। কাউন্সিলর না থাকায় এলাকার বাসিন্দারা পরিষেবা পাচ্ছেন না। সেই কারণেই জনৈক দীপক কাঞ্জি প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা করেছিলেন। সেই মামলাতেই কমিশনের কাছে পুর নির্বাচনের দিনক্ষণের বিষয়ে জানতে চায় আদালত। কমিশন জানায় রাজ্যের কাছে তাঁরা দিনক্ষণ স্থির করতে চিঠি পাঠিয়েছেন। রাজ্যের দেরি শুনে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ১৭ অগাস্টের মধ্যে পুরসভার দিন জানাতে হবে।

English summary
High Court order to decide the date of Municipality Election within 17 August. HC orders to Election Commission and Commission writes letter to State,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X