For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) জলমগ্ন তিলোত্তমা, জলের তোড়ে ভেসে মৃত ৬ মাসের শিশু

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ জুলাই : গত ৪৮ ঘণ্টার বৃষ্টিতে বানভাসি হয়ে পড়ল কলকাতা। উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকানো যায়, চারিদিকে শুধুই জলছবি। কলকাতার পাশাপাশি সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।

কলকাতায় নিকাশি ব্যবস্থা সন্তোষজনক মন্তব্য করেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর তার দু'দিনের মধ্যেই জলের তোড়ে ভেসে প্রাণ দিতে হল এক ছয় মাসের শিশুকন্যাকে।

মুক্তারাম বাবু স্ট্রিটের ফুটপাথে রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিল শিশুকন্যাটি। জানা গিয়েছে, রাতে নাগাড়ে বৃষ্টিতে ফুটপাতের উপর জল উঠে এসে ভাসিয়ে নিয়ে যায় শিশুটিকে। ঘুমের ঘোরে সেই ঘটনা টের পাননি শিশুটির পরিজনেরা। পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েকঘণ্টা বাদে কিছুটা দূরে বিধান সরণির কাছে শিশুকন্যাটির দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। বস্তুত, এর পরেও কি সদর্থক ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা, প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। নিচের স্লাইডে আসুন দেখে নেওয়া যাক জলমগ্ন কলকাতার চালচিত্র।

{photo-feature}

English summary
Heavy rain, followed by water-logging disrupts normal life in Kolkata, 1 dies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X