For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিম সংগ্রহে আধার কি বাধ্যতামূলক, কী বলছে টেলিকম মন্ত্রক

নতুন সিম নিতে গেলে আধার বাধ্যতামূলক নয়। কিংবা যাঁরা নতুন নেবেন তাঁদেরও বাধ্যতামূলক ভাবে আধার সংযোগ করতে হবে না।

  • |
Google Oneindia Bengali News

মোবাইল সিমের মালিকদের জন্য সুখবর। নতুন সিম নিতে গেলে আধার বাধ্যতামূলক নয়। কিংবা যাঁরা এখনও সিমের সঙ্গে আধার সংযোগ করেননি, তাঁদেরও আর বাধ্যতামূলক ভাবে আধার সংযোগ করতে হবে না। সরকারি তরফে বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, এক্ষেত্রে আধার বাদ দিয়ে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিংবা ভোটার কার্ড ব্যবহারের জন্য। মোবাইল কোম্পানিগুলিকে এবিষয়ে সঙ্গে সঙঅগে নির্দেশিকা লাগু করতে বলা হয়েছে, যাতে তাঁরা অসুবিধায় না পড়েন। জানিয়েছেন টেলিকম সেক্রেটারি অরুণা সুন্দররাজন।

সিম সংগ্রহে আধার কি বাধ্যতামূলক, কী বলছে টেলিকম মন্ত্রক

[আরও পডুন: রাজনৈতিক সংঘর্ষ চলছেই! এবার কী বলছে শাসকদল, জেনে নিন][আরও পডুন: রাজনৈতিক সংঘর্ষ চলছেই! এবার কী বলছে শাসকদল, জেনে নিন]

সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, যতক্ষণ না পর্যন্চ নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিম সংগ্রেহর জন্য আধার বাধ্যতামূলক নয়। এরপরেই টেলিকমমন্ত্রকের তরফ থেকে বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে টেলিকম কোম্পানিগুলি টেলিমক মন্ত্রকের আগের জারি করা বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করেই কাজ চালাচ্ছিল। তাতে বলা হয়েছিল আধার সংযুক্তির মাধ্যমেই পরিচয় পরীক্ষা করতে হবে।

মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তির বিষয়টি শুধু দেশের নাগরিকদের জন্যই ছিল না, বিদেশে বসবাসকারী ভারতীয় এবং বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। যার ফলে এই ধরনের অনেকেই মোবাইলের সিম সংগ্রহে বাধা পেতে হয়েছে। বিষয়টি নিয়ে অবশ্য মোবইল অপারেটরগুলি কোনও মন্তব্যে নারাজ।

[আরও পড়ুন:প্রতিবেশী শিশুকে 'যৌন' নিগ্রহ, উত্তেজনা শহরতলিতে][আরও পড়ুন:প্রতিবেশী শিশুকে 'যৌন' নিগ্রহ, উত্তেজনা শহরতলিতে]

English summary
Here’s some good news for consumers struggling to get a mobile phone SIM without an Aadhaar card. The government has issued instructions to operators to accept alternative identification documents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X