For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দমদমে এসেছি দম দেখাতে! কীভাবে মুখ্যমন্ত্রী দিদি, বললেন মোদী

দিদি নিজেকে সুপ্রিম মনে করেন। কিন্তু বাংলার মানুষই সুপ্রিম। এদিন এবারের নির্বাচনে রাজ্যে নিজের শেষ সভা থেকে এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

দিদি নিজেকে সুপ্রিম মনে করেন। কিন্তু বাংলার মানুষই সুপ্রিম। এদিন এবারের নির্বাচনে রাজ্যে নিজের শেষ সভা থেকে এমনটাই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলা এবার জ্বলছে, বিজেপি বিজেপি বলছে। পশ্চিমবঙ্গ বিজেপিকে ৩০০ আসন পেতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন তিনি।

'দিল্লিতে খেলা চলছে'

প্রধানমন্ত্রী বলেন, দিল্লিতে খেলা চলছে। কেউ ৪টে, কেউ ১০ টা, কেউ ৩০ টা আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন বলছেন। প্রধানমন্ত্রী কে হবেন, ষষ্ঠ দফাতেই স্পষ্ট হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এক একজন বিরোধী নেতা একএক রকম কথা বলছেন। তারা বুঝে গিয়েছেন ২৩ মে তাঁদের কী পরিণাম আসতে চলেছে।

মমতাকে কটাক্ষ মোদীর

দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, দিদি নিজেকে সুপ্রিম মনে করেন। তিনি বাংলার মানুষ সুপ্রিম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন দিদি আপনার স্বপ্ন দেখার স্বাধীনতা আছে। আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখতে পারেন। কিন্তু দেশের বীর সেনার প্রতি সম্মান দেখাতে হয়। মন্তব্য করেন মোদী।

কেন্দ্রীয় বাহিনীর জোরেই মুখ্যমন্ত্রী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মোদী বলেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর এত রাগ কেন। কেন্দ্রীয় বাহিনীর জোরেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেন মোদী। কেন্দ্রীয় বাহিনী না থাকলে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসতে পারতেন না। বলেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, এই রাজ্য আপনার কিংবা আপনার ভাইপোর সম্পত্তি নয়। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার থেকে রক্ষা করতে সাংবিধানিকভাবে যা করতে হয়, তাই করা হবে বলেও মন্তব্য করেন মোদী।

'২৩ মের পর দিদির হিসেব'

'২৩ মের পর দিদির হিসেব'

বাংলায় যাঁরা অশান্তি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর ২৩ মের পর দিদির হিসেব নেওয়া হবে। পুরো রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেছেন মোদী।

English summary
From his last rally in the State PM Modi attacks Mamata Banerjee from DumDum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X