For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিলে একসময়ে সম্মতি ছিল মনমোহনেরও! টুইটে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য সামনে আনল বিজেপি

একটা সময়ে এই কংগ্রেসও ছিল নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে। অন্তত তৎকালীন রাজ্যসভায় বিরোধী দলনেতা মনমোহন সিং রাজ্যসভায় এমনটাই বলেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে সামিল হয়েছে বর্তমানে বিরোধী আসনে থাকা কংগ্রেসও। কিন্তু একটা সময়ে এই কংগ্রেসও ছিল নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে। অন্তত তৎকালীন রাজ্যসভায় বিরোধী দলনেতা মনমোহন সিং রাজ্যসভায় এমনটাই বলেছিলেন। মনমোহন সিং-এর সেই ভিডিও এবার সামনে এনেছে বিজেপি।

 প্রকাশ্যে কংগ্রেসের পুরনো অবস্থান

প্রকাশ্যে কংগ্রেসের পুরনো অবস্থান

প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘুদের জন্য উদার দৃষ্টিভঙ্গীর আহ্বান জানিয়েছিলেন মনমোহন সিং। সেই সময় ২০০৩ সাল। দেশে অটলবিহারী বাজপেয়ীর শাসন। মনমোহন সিং ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

বিজেপির টুইটে প্রকাশ্যে মনমোহন সিং-এ অবস্থান

প্রায় ১৬ বছর আগে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বক্তব্য রেখেছিলেন মনমোহন সিং। সেখানে তিনি বলেছিলেন কোনও দুর্ভাগ্য মানুষ যদি আমাদের দেশে আশ্রয় চান, তাদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গী উদার হওয়া উচিত।

সমর্থন করেছিলে তৎকালীন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী

সমর্থন করেছিলে তৎকালীন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী

সেই সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেছিলেন পাকিস্তানের সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তৎকালীন উপ প্রধানমন্ত্রী আডবাণী বলেছিলেন তিনি এই বক্তব্যকে সমর্থন করেন।

২০০৫ সালে অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন মমতা

দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রীর ভিডিও শেয়ার করেছিলেন রাজ্যপাল। যেখানে ২০০৫-এ তৃণমূল নেত্রীর অবস্থান এবং ২০১৯-এ মুখ্যমন্ত্রীর অবস্থান তুলে ধরা হয়েছে।

কংগ্রেসের বর্তমান অবস্থান

কংগ্রেসের বর্তমান অবস্থান

কিন্তু বর্তমান পরিস্থিতিকে কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করে একে ফিরিয়ে নেওয়ার দাবি করছে।

English summary
Former PM Manmohan Singh once endorses Citizenship Amendment Act in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X