দেবীপক্ষে রাস্তায় তো বেরোবেন! কিন্তু 'তিতলি'-র প্রভাব কবে-কতটা, জেনে নিনি বিস্তারিত
ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ষষ্ঠীর আগেই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। জানিয়েছে হাওয়া অফিস।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘন্টায় ১২ কিমি বেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচার এবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণঝড়ের রূপ নেবে। পরবর্তী ৭২ ঘন্টায় যা ওড়িশ এবং সংলগ্ন অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে বলে অনুমান।

বৃষ্টির পূর্বাভাস
১০ অক্টোবর উপকূলবর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১১ ও ১২ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস, অরেঞ্জ ওয়ার্নিং
১০ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির( ৭-২০ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। ১১ অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। ১২ অক্টোবর রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া।

ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, অরেঞ্জ ওয়ার্নিং
৯ অক্টোবর গভীর নিম্নচাপের জেরে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি ঘূর্ণ ঝড় বয়ে যেতে পারে নির্দিষ্ট এলাকায়।
১০ অক্টোবর ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঘূর্ণিঝড়
১১ অক্টোবর ঘূর্ণিঝড়ের বেগ বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
৮ থেকে ১০ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে প্রায় ৬৫ কিমি বেগে। ৯ অক্টোবর বিকেল থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ১০ অক্টোবর বিকেলের দিক থেকে হাওয়ার বেগ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূল এবং রাজ্যের উপকূলের জেলাগুলিতে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৭৫ কিমি।

সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের প্রতি সতর্কতা
৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সমুদ্র অতি উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের অন্তত ১২ অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যেতে নির্দেশিকা জারি করা হয়েছে। হুগলি বন্দরেও সতর্কতা জারি করা হয়েছে।