For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি এখন ‘নম্বর টেন’! মমতাকে জার্সি পাঠিয়ে ‘নম্বর ওয়ান’-এর বার্তা মেসির

নেহাত হেঁয়ালি নয়, এক্কেবারে সত্যি। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য সুদূর স্পেন থেকে জার্সি পাঠালেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি! অবাক হচ্ছেন! হওয়ারই কথা। কিন্তু এটাই হয়েছে।

Google Oneindia Bengali News

নেহাত হেঁয়ালি নয়, এক্কেবারে সত্যি। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য সুদূর স্পেন থেকে জার্সি পাঠালেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি! অবাক হচ্ছেন! হওয়ারই কথা। কিন্তু এটাই হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং নীল-সাদা। কিন্তু জানতেন কি, তাঁর প্রিয় ফুটবলারের নামটাও মেসি। আর ভক্ত যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো স্পেশাল কিছু হবেই। হলও তা।

কিন্তু কী করে সম্ভব হল এটা?

কিন্তু কী করে সম্ভব হল এটা?

সম্প্রতি লিওনেল মেসির ক্লাব বার্সেলোনার লিজেন্ড একাদশ মোহনবাগান লিজেন্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছিল কলকাতায়। তাঁদের হাতেই বাংলার মুখ্যমন্ত্রীর জন্য মেসি তাঁর জার্সি পাঠিয়েছেন। সেই জার্সিতে লেখা- ‘দিদি নম্বর টেন'। আধুনিক ফুটবলের জাদুকর মেসি এই জার্সি পরেই বার্সেলোনায় খেলেন।

দিদির জন্য শুভ কামনা মেসির

দিদির জন্য শুভ কামনা মেসির

মেসির জার্সিতেই লেখা ‘দিদি'। বেশ অবাক করা ঘটনা, না। মেসিও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নামেই বেশি খ্যাত। তাই জার্সিতে মমতা নামের বদলে লেখা ‘দিদি'। এখানেই শেষ নয়। এক লাইনের ছোট্ট একটা বার্তাও পাঠিয়েছেন ফুটবল-জাদুকর। তিনি লেখেন- ‘আমার বন্ধু দিদির জন্য শুভ কামনা'।

মমতাকে জার্সি বার্সা টিমের মাধ্যমে

মমতাকে জার্সি বার্সা টিমের মাধ্যমে

বার্সা লিজেন্ড টিমের তারকা হুলিয়েনো বেলেত্তি, ও ডেরি লিটম্যানের হাত দিয়ে পাঠানো জার্সি কলকাতায় আসার পর তুলে দেওয়া হয়েছে ফুটবল নেক্সট ফাউন্ডেশনের হাতে। এই জার্সি তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফুটবল নেক্সট ফাউন্ডেশনের তরফে ছবি প্রকাশ করে এই বার্তা দেওয়া হয়েছে।

মেসি হঠাৎ কেন জার্সি পাঠালেন

মেসি হঠাৎ কেন জার্সি পাঠালেন

ভারতের ইতিহাসে প্রথম কোনও ফিফা টুর্নামেন্ট সফলভাবে আয়োজন হয়েছে। সফল অনুর্ধ ১৭ বিশ্বকাপ আয়োজনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিরাট। সেই খবর পেয়েছেন লিও মেসি। এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জার্সি পাঠিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলা হয় কলকাতায়।

English summary
Football Prince Lionel Messi has sent his jersey to Mamata Banerjee. He also has sent a message to Bengal CM for successive organizes FIFA tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X