For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছাপ্পা ভোটে বিশ্বাস করে না, গণতন্ত্র রক্ষায় গান্ধীগিরিতেই বিশ্বাস ফিরহাদের

তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোটে বিশ্বাস করে না। সাফ জানালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোটে বিশ্বাস করে না। সাফ জানালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে ছাপ্পা ভোট হয়েছে বা কেউ বলে আমি ভোট দিতে পারিনি, তাহলে আমি রিজাইন করে দেব। এত বড় কথা বলে দিলাম আজ।

তাহলে আমি রিজাইন দিয়ে দেব!

তাহলে আমি রিজাইন দিয়ে দেব!

ফিরহাদ হাকিম বলেন, কয়েক মাস আগে কলকাতা পুরসভার ভোট হয়েছে। এই ওয়ার্ড থেকে আমি কয়েক মাস আগে জিতেছি। ওয়ার্ডের একজন মানুষ যদি বলেন, আমি ভোট দিতে পারিনি অথচ তাঁর ভোট পড়ে গিয়েছে, তাঁকে নিয়ে স্পেশাল কোর্টে যাব। সেখান থেকে ইলেকশন কমিশনের ডাইরেকশন নিয়ে যদি দেখি তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে তাহলে আমি রিজাইন দিয়ে দেব।

 আমরা মারামারিতে বিশ্বাস করি না

আমরা মারামারিতে বিশ্বাস করি না

ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল কংগ্রেস খুব শক্ত দল। এই দলে থেকে আমি অনৈতিক কাজের কথা কোনওদিন ভাবতেও পারিনি, কোনওদিন কোনও অনৈতিক কাজ করিনি, আর কখনও করবও না। এমনকী এদিন পার্থপ্রতিম রায় ও উদয়ন গুহের বক্তব্যের বিরোধিতাও করেন। বলেন, আমরা মারামারিতে বিশ্বাস করি না।

মমতা বন্দ্যোপাধ্যায় মারের রাজনীতি করেননি

মমতা বন্দ্যোপাধ্যায় মারের রাজনীতি করেননি

ফিরহাদ বলেন, যদি কেউ সন্ত্রাসের রাজনীতি করে বা বোমা-বন্দুকের রাজনীতি করে, তবে আমরা তাঁর দাঁত তুলে নিতে যাব না। তার জন্য পুলিশ প্রশাসন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মারের রাজনীতি করেননি, বরং তিনি নিজেই মার খেয়েছেন বিভিন্ন জায়গায়। তাই আমরা তাঁর পথকেই অনুসরণ করব। মারের বদলা মার দেব না।

আমরা গান্ধী নীতিতে বিশ্বাস করি মারামারিতে নয়

আমরা গান্ধী নীতিতে বিশ্বাস করি মারামারিতে নয়

ফিরহাদের কথায়, আমরা গান্ধী নীতিতে বিশ্বাস করি মারামারিতে নয়।বিরোধীরা যদি মারে তাহলে আমি বুক চিতিয়ে দিয়ে বলব মারো, কিন্তু গণতন্ত্রকে হত্যা করো না। আমরা অনৈতিক কাজ কোনওদিন করিনি, কখনও করব না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক পথেই লড়াই করব। গান্ধীগিরিই আমাদের পন্থা। গণতান্ত্রিক লড়াইয়ে হেরে গিয়ে একটা দল বাংলাকে ভাগের ষড়যন্ত্র করছে। যেমন ব্রিটিশরা এককালে করেছিল, ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে বাংলার ঐক্যকে নষ্ট করতে চাইছে। কিন্তু এই অভিসন্ধি গুলো টিকবে না। মানুষই তাদের পরাস্ত করবে।

বাংলার অর্থনীতি আরও উন্নত হবে

বাংলার অর্থনীতি আরও উন্নত হবে

কলকাতা মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, দেউচা-পাঁচামিতে ৩০০ লোককে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি মতো মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। চাকরির নিয়োগপত্র দেওয়া হবে এবং আদিবাসী মানুষদের পাশেও থাকব আমরা। অনেক উসকানি দেওয়া হয়েছে আদিবাসীদের। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনি, এটা হয়ে গেলে বাংলার অর্থনীতি আরও উন্নত হবে।

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন

বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন

এখানকার মানুষজনদের অনেকেই উসকানি দিয়েছিল। যারা বাংলার ভালো চান না, তাঁরা মানুষকে ভুল বুঝিয়েছিল। কিন্তু সেটা যে ভুল তা বুঝতে পেরেছেন এখান মানুষজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেম এখানকার মানুষ বুঝতে পেরেছে। তাঁদের ধন্যবাদ জানাতে আমি যাচ্ছি। এদিন ঘূর্ণিঝড় সিতরাং নিয়ে তিনি বলেন, প্রকৃতি আমার হাতে না। কিন্তু আমরা পুরসভা পুরোপুরি প্রস্তুত রয়েছি। আম্ফানের মতো যদি কোন ঘটনা ঘটে, সে ক্ষেত্রে আমাদের দু-তিন দিন সময় লাগবে। আমরা যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি।

ডেঙ্গি নিয়ে ফিরহাদ বার্তা

ডেঙ্গি নিয়ে ফিরহাদ বার্তা

এদিন ডেঙ্গি নিয়ে তিনি বলেন, মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ সম্পূর্ণ তা নির্মূল করা যাবে না। পুরসভা প্রাণপণ প্রচেষ্টা করছে। বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছে। ফিবার ক্লিনিকগুলো সারা দিন-রাত্রি খোলা আছে। আমার বাড়ির ছাদে জল জমে থাকবে, আর আমি পৌরসভা কে গালিগালাজ করব এটা হতে পারে না। আমার বাড়ির ছাদে জমা জল পরিষ্কার করার দায়িত্ব আমার। আইন সবার জন্য এক কিন্তু মানুষকে সচেতন হতে হবে। আমি নিজে বহু জায়গায় দেখেছি নিজেদের মধ্যে ঝামেলায়, পারিবারিক গন্ডগোলে এসব হচ্ছে। মানুষের ব্যবহার যদি এরকম হয় পুরসভার কিছু করার নেই। মানুষকে বলছি সচেতন হতে।

English summary
Firhad Hakim says TMC not trusts on rigging, TMC trusts on democracy and relies on Gandhigiri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X