For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে ঐতিহাসিক লিড পাবেন যশবন্ত, প্রত্যয়ী ফিরহাদের কথায় কীসের ইঙ্গিত

বাংলা থেকে ঐতিহাসিক লিড পাবেন যশবন্ত, প্রত্যয়ী ফিরহাদের কথায় কীসের ইঙ্গিত

Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রের শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুর মুখোমুখি হয়েছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। সেই ভোট চলছে সংসদ ভবনের পাশাপাশি সমস্ত রাজ্যের সমস্ত বিধানসভায়। বাংলাতেও তার অন্যথা হল না। তবে এদিন বিধানসভায় ভোটাভুটির পর তৃণমূল সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায় শোনা গেল প্রত্যয়। তিনি যশবন্তের ঐতিহাসিক লিড পাওয়ার কথা বলে জল্পনা বাড়িয়ে দিলেন।

প্রসঙ্গ রাষ্ট্রপতি নির্বাচন

প্রসঙ্গ রাষ্ট্রপতি নির্বাচন

স্বাভাবিক নিয়মে তো তৃণমূলের বিধায়ক ও সাংসদ সংখ্যার নিরিখে যে ভোট পাওয়ার কথা, এবার তা-ই পেতে চায়। আগেও তৃণমূলের বিধায়ক ও সাংসদ-সংখ্যা প্রায় সম পরিমাণ ছিল। এবার বিধায়ক সংখ্যা যেমন একটু বেশি, তেমনই সাংসদ সংখ্যা কম। গতবার বিধায়ক সংখ্যা সামান্য কম থাকলেও সাংসদ সংখ্যা ছিল অনেকটাই বেশি।

বাংলা থেকে ঐতিহাসিক লিড!

বাংলা থেকে ঐতিহাসিক লিড!

এই পরিস্থিতিতে বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে যে দাবি করলেন ফিরহাদ হাকিম, তাতে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফিরহাদ হাকিম বলেন, বাংলা থেকে ঐতিহাসিক লিড পাবেন যশবন্ত সিনহা। সে ব্যাপারে প্রত্যয়ী তিনি। তাঁর এই দাবি আর বাংলায় নজিরবিহীনভাবে বিজেপি বিধায়কদের এক হোটেলে বন্দি থাকার মধ্যে সাযুজ্য রয়েছে কি না, তা এখন থেকে খুঁজতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বিজেপি বিধায়করা হোটেল-বন্দি

বিজেপি বিধায়করা হোটেল-বন্দি

ফিরহাদ হাকিম বলেন, বিজেপির সব ভোট দ্রৌপদী মুর্মু পাবেন না। যশবন্ত সিনহাকে ভোট দেবেন বিজেপির অনেকে। বাংলা বিধানসভায় ইতিহাস হবে এবার যশবন্ত সিনহার লিড। কারণ বিজেপি তার নিজেদের লোককেই বিশ্বাস করে না। তাই আগেভাগে বিধায়কদের হোটেল-বন্দি করে রেখেছিল তারা।

বিজেপিতে নিশ্বাস নেওয়া যায় না!

বিজেপিতে নিশ্বাস নেওয়া যায় না!

ফিরহাদ হাকিম আরও বলেন, অনেক বিজেপি বিধায়ক বলেছেন বিজেপিতে নিশ্বাস নেওয়া যায় না। শুভেন্দু অধিকারীর যে দুর্ব্যবহার, তাতে অসুবিধা হচ্ছে অনেকের। কিছু বিধায়ক রয়েছেন, যাঁরা বাইরে থেকে বিজেপি, মন থেকে তৃণমূল তাঁদের নিয়ে আশঙ্কায় রয়েছে গেরুয়া পার্টি। অর্থার ফিরহাদ হাকিম সোজাসুজিই বলে দিলেন, বিজেপি বিধায়কদের ভোট তাঁদের দিকে কিছু হলেও আসছে।

ক্রস ভোটিং: তৃণমূল বনাম বিজেপি

ক্রস ভোটিং: তৃণমূল বনাম বিজেপি

তৃণমূল কংগ্রেস তাঁদের এই টিপ্পুনিতে বুঝিয়ে দিয়েছে ক্রস ভোটিংয়ের আশঙ্কা করেই আগেভাগে বিধায়কদের হোটেলে এনে রেখেছিল বিজেপি। তারপর সকাল সকাল সবাইকে ইউনিফর্ম পরিয়ে স্কুল ছাত্রের মতো বাসে করে নিয়ে এসে ভোট দেওয়ায়। কিন্তু এত করেও বিধায়কদের আটকাতে পারবে কি বিজেপি, তৃণমূলের দাবির পর ফের একবার সেই প্রশ্ন উঠে পড়েছে। যদিও তৃণমূলের দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি উল্টে জানিয়ে দিয়েছেন তৃণমূলেরই ভোট দ্রৌপদী মুর্মু পাবেন। তিনি ৭০জনের বেশি বিধায়কের ভোট পাবেন বাংলা থেকে।

প্রধানমন্ত্রী মোদীকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা ধনখড়ের! সমর্থন ঘোষণা বিজেডি, এআইএডিএমকের প্রধানমন্ত্রী মোদীকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা ধনখড়ের! সমর্থন ঘোষণা বিজেডি, এআইএডিএমকের

English summary
Firhad Hakim increases speculation of BJP MLA’s cross voting in presidential Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X