For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ব্রিগেডে নতুন চমক! হাজির থাকবেন প্রাক্তন এই বিজেপি নেতাও

১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে নতুন চমক অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং।

  • |
Google Oneindia Bengali News

১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে নতুন চমক অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং। মঙ্গলবারই তিনি টুইট করে বিজেপির সদস্যপদ ছাড়ার কথা জানান। আর এদিনই জানা যায়, গেগং আপাং হাজির থাকতে চলেছেন তৃণমূলের ডাকা ব্রিগেড সমাবেশে। বাজপেয়ীর রাজধর্ম বিজেপি পালন করছে না বলে অভিযোগ করেছেন তিনি।

ব্রিগেডের সমাবেশে অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ব্রিগেডের সমাবেশে অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী

১৯ তারিখের ব্রিগেডের সমাবেশে থাকতে চলেছেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং। এখনও পর্যন্ত অরুণাচলের দীর্ঘ সময়ের ব্যাপী মুখ্যমন্ত্রী পদে কাজ করেছেন তিনিই।

মঙ্গলবার বিজেপি ত্যাগ

অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। মঙ্গলবার বিজেপি থেকে পদত্যাগ করে গেগং আপাং জানান, তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন। এখন তৃণমূলস্তরের সমস্যা নিরসনের জন্য লড়াই চালাবেন। এনিয়ে তিনি দুবার বিজেপি ত্যাগ করলেন তিনি। দলত্যাগ করে আপাং-এর অভিযোগ বাজপেয়ীর রাজধর্ম পালন করছে না বিজেপি।

একাধিকবার দল ছাড়ার নজির

একাধিকবার দল ছাড়ার নজির

বিজেপি ছাড়লেও কোন দলে যোগ দেবেন, তা সেই সময় স্পষ্ট করেননি তিনি। এর আগে একাধিকবার দল ছাড়ার নজির আছে তাঁর।
১৯৮০ সাত থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর তিনি কংগ্রেস ছেড়ে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন।
২০০৭ সালে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ২০১৪-তে বিজেপির হয়ে নির্বাচনে নেতৃত্ব দেন তিনি।

English summary
Ex BJP leader Gegong Apang will attend TMC's Brigade on 19th January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X