For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে এল প্রতীক্ষিত মৃত্যু, সান্থারায় ‘পরমাত্মা’ হলেন সুহানিদেবী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩ অক্টোবর : ধর্মীয় বিশ্বাসে ভর করে অবশেষে 'পরমাত্মা' হলেন গড়িয়াহাটের সুহানি দেবী দুগ্গার। ক্যানসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে জৈন মতে সান্থারা অবলম্বন করেছিলেন সুহানি দেবী। ১১ দিন অনশনের পর মৃত্যু হল তাঁর৷ স্বেচ্ছামৃত্যুর পথেই এল বহু প্রতীক্ষিত মুক্তির আস্বাদন।

দেশের শীর্ষ আদালত সিলমোহর দিয়েছিল জৈন ধর্মের এই সান্থারা প্রথাকে। 'মুক্তি'র লক্ষ্যে দেহ থেকে বিদেহ হওয়ার এই ধর্মীয় পন্থাকে বেছে নিয়ে শরীর ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন সুহানিদেবী। দীর্ঘদিন রোগযন্ত্রণায় ভুগছিলেন৷ চিকিৎসায় কোনও সাড়া মেলেনি৷ অসুস্থতা বয়ে বেড়াতে চাননি তিনি। তাই সান্থারা অবলম্বনের সিদ্ধান্ত নেন৷

অবশেষে এল প্রতীক্ষিত মৃত্যু, সান্থারায় ‘পরমাত্মা’ হলেন সুহানিদেবী

গত ২০ সেপ্টেম্বর থেকে অন্নজল ত্যাগ করেন তিনি৷ তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানান পরিজনরাও৷ বাড়িতে ধর্মাচরণের আসর বসে। ধর্মীয় অনুষ্ঠানে সারাক্ষণ মন্ত্রোচারণ চলেছে এই ১১ দিন। অপেক্ষা ছিল কখন তাঁর স্বর্গযাত্রা হবে।

সেই মুহূর্ত এল শনিবার রাতে। দুঃখ নেই, গ্লানি নেই। শুধু প্রার্থনায় শান্তির মৃত্যু কামনা। সব আত্মীয়-পরিজনরা ভিড় জমিয়েছিলেন বাড়িতে। জৈনধর্মাবলম্বী মানুষের ভিড়ে গমগম করছিল গোটা বাড়ি। এরই মধ্যে সুহানি দেবীর শান্তির মরণ লাভ করলেন।

English summary
Euthanasia: Cancer patient Suhanidebi died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X