For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবু বাগানে পটের কাজে পরিবেশ রক্ষার মহান বার্তা

প্রকৃতি, মানুষ ও উৎসব। সবটাই যে বাঙালির প্রাচীন ঐতিহ্য পটের মাধ্যমে সুনিপুন ভাবে ফুটিয়ে তোলা সম্ভব, দক্ষিণ কলকাতার বাবুবাগানে না গেলে তা বোঝা যাবে।

  • |
Google Oneindia Bengali News

প্রকৃতি, মানুষ ও উৎসব। সবটাই যে বাঙালির প্রাচীন ঐতিহ্য পটের মাধ্যমে সুনিপুন ভাবে ফুটিয়ে তোলা সম্ভব, দক্ষিণ কলকাতার বাবুবাগানে না গেলে তা বোঝা যাবে। পটের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা সংকেত আকারে লিখে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন বাবুবাগান দুর্গা পুজো কমিটির উদ্যোক্তরা।

পুজোর থিম

পুজোর থিম

পট চিত্রের কাজ এর আগেও দুর্গা পুজোর শোভা বর্ধন করেছে। তবে তা এত ব্যাপক মাত্রায় চোখে পড়েনি। দক্ষিণ কলকাতার বাবুবাগানের পুজো মণ্ডপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পটের কাজ। শিল্পীর তুলিতে ধরা পড়েছে প্রকৃতি, পাখি ও মানুষের উৎসব। নানা রঙে রঙিন হয়েছে চতুর্পাশ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের মহান বার্তাও দেওয়া হয়েছে বাবুবাগানের দুর্গা পুজো মণ্ডপে। বিশ্ব সংসারে দেবী দুর্গাকে শক্তির আধার হিসেবে কল্পনা করা হয়েছে।

প্রতিমা

প্রতিমা

পট দিয়ে তৈরি অন্যরকম এই পুজো মণ্ডপে প্রতিমা ভাবনাও সৃজনশীল। বাবুবাগানের দেবী দুর্গা অসুর সংহারি নন। অস্ত্রের পরিবর্তে তাঁর দুই হাতে ধরা রয়েছে শঙ্খ। মা চেয়ে রয়েছেন উর্ধ্বপানে। দেবীর মুখ সরাসরি দেখতে পারবেন না দর্শনার্থীরা। আয়নায় দেখতে হবে দুর্গা মায়ের মুখের প্রতিবিম্ব। যেন এক মায়াজাল।

 শিল্পী

শিল্পী

মণ্ডপ ও প্রতিমা শৈলী ফুটিয়ে তুলতে পশ্চিম মেদিনীপুর থেকে খোদ পটশিল্পীদের তুলে আনা হয়েছে। সুজাতা গুপ্তর নেতৃত্বে প্রায় তিন মাস ধরে চলেছে শিল্পকর্ম।

 উদ্যোক্তা

উদ্যোক্তা

বাবুবাগান দুর্গাপুজো কমিটির দাবি, প্রতি বছরই তাদের ভাবনায় থাকে সামাজিক বার্তা। এবার পরিবেশকেই বেছে নিয়েছেন তাঁরা। মণ্ডপের পরিবেশ দর্শনার্থীদের পছন্দ হবে বলেই বিশ্বাস করেন উদ্যোক্তারা।

<strong>[দুর্গাপুজো ২০১৯ : 'আর নয় প্লাস্টিক', বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে]</strong>[দুর্গাপুজো ২০১৯ : 'আর নয় প্লাস্টিক', বল্লভপুরের থিম ভাবাচ্ছে সকলকে]

[ ষষ্ঠী থেকে দশমী, দুর্গা পুজোর বিভিন্ন অনুষ্ঠানের প্রেক্ষাপটে চোখ বুলিয়ে নিন ][ ষষ্ঠী থেকে দশমী, দুর্গা পুজোর বিভিন্ন অনুষ্ঠানের প্রেক্ষাপটে চোখ বুলিয়ে নিন ]

English summary
Enviornment is the main theme of Durga Puja Shakti Rupen Sansthita
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X