For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকস্মিক প্রয়াত হলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু মাসুদুর রহমান

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৬ এপ্রিল : নিজেকে কখনই প্রতিবন্ধী বলে মনে করতেন না তিনি। তাঁর এই প্রত্যয় আর মনের জোরই তাঁকে সাঁতারু হিসাবে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল।

এই আত্মপ্রত্যয়কে পুঁজি করেই প্রথম এশীয় প্রতিবন্ধী হিসাবে তিনি পার করেছিলেন ইংলিশ চ্যানেল। পরে আবার জিব্রাল্টার প্রণালী সহ বিশ্বের একাধিক জায়গায় সাঁতার কেটে নয়া মাইলস্টোন তৈরি করেছেন। তবে এবার হার মানতেই হল শারীরিক প্রতিবন্ধকতার কাছে। মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে এদিন দুপুরে প্রয়াত হলেন বিশ্বখ্যাত বাঙালি সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য।

আকস্মিক প্রয়াত হলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু মাসুদুর রহমান


পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড অসুস্থ ছিলেন তিনি। রক্তাল্পতায় ভুগছিলেন। সেই কারণে আজ সকালে কলকাতার একটি হাসপাতালে ভর্তি মাসুদুর৷ কিন্তু, দুপুরের দিকেই মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

উত্তর ২৪ পরগনার বল্লভপুর গ্রামের বাসিন্দা মাসুদুরের জন্ম হয় ১৯৬৮ সালে। এশিয়ার প্রথম তথা বিশ্বের দ্বিতীয় প্রতিবন্ধী সাঁতারু হিসাবে তিনি ১৯৯৭ সালে ইংলিশ চ্যানেল পার করেন।

মাসুদুরের বয়স যখন সবে দশ বছর তখন এক ট্রেন দুর্ঘটনায় হাঁটুর নিচ থেকে তাঁর দুটি পা-ই কাটা পড়ে। টানা দেড় বছর নানা হাসপাতালে ঘুরেও পা নিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। যদিও এই প্রতিবন্ধকতা তাঁর সাঁতারে কোনও ছাপ ফেলতে পারেনি।

মাসুদুরই একমাত্র প্রতিবন্ধী সাঁতারু যিনি একইসঙ্গে ইংলিশ চ্যানেল ও জিব্রাল্টার প্রণালী পার করেছেন।

English summary
English Channel winning double amputee swimmer Masadur Rahman dies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X